সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধে 'বন্ধু' ভারতকে বিশেষ ছাড় দিতে চলছে আমেরিকা! এমনটাই জানা গিয়েছে মার্কিন প্রশাসন সূত্রে। আগামী ২ এপ্রিল একাধিক দেশের উপর শুল্ক চাপাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চিন, মেক্সিকো, কানাডার মতো দেশগুলির উপর চড়া হারে শুল্ক চাপানো হবে বলেই অনুমান। কিন্তু ভারতকে নাকি চড়া শুল্কের তালিকায় রাখবে না ট্রাম্প প্রশাসন।

সূত্রের খবর, শুল্ক বসানো নিয়ে ভারত এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে দুপক্ষে। এখনও পর্যন্ত শুল্ক সংক্রান্ত আলোচনায় কোনও মতপার্থক্য হয়নি দুপক্ষের মধ্যে। ভারতের তরফে চেষ্টা চালানো হচ্ছে, ভারতীয় পণ্যের উপর যেন একলাফে বিরাট পরিমাণ শুল্ক চাপানো না হয়। বরং ধাপে ধাপে শুল্কের পরিমাণ বাড়ুক। এছাড়াও যেসব ভারতীয় পণ্যের চাহিদা বেশি, সেই পণ্যের উপর শুল্কের হার কিছুটা কমাতেও চেষ্টা করছে ভারত। এমনকি যেসব পণ্য ভারত থেকে প্রচুর পরিমাণে আমেরিকায় যায়, সেই পণ্যের উপরেও কর কমাতে চেষ্টা চালাচ্ছে ভারত।
আগামী তিনদিনের মধ্যেই শুল্ক হার নিয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া শেষ হয়ে যাবে বলেই খবর। ভারত যেমন শুল্ক কমাতে চাইছে, একইভাবে আমেরিকার তরফ থেকেও চাপ দেওয়া হচ্ছে যেন মার্কিন পণ্যের উপর শুল্ক হ্রাস করা হয়। কেন্দ্র সরকার সূত্রে খবর, বর্তমানে আমেরিকার তরফে যে হারে শুল্ক চাপানো হয়েছে তার প্রভাব পড়বে ভারতের ৮৭ শতাংশ রপ্তানিতে। সেকারণে মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়ে ৫৫ শতাংশে নামিয়ে আনার কথাও ভাবছে মোদি সরকার।
উল্লেখ্য, বিশ্বজুড়ে চলতে থাকা শুল্ক যুদ্ধের আবহে বুধবার দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রতিনিধিরা। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে এই বৈঠক হয়। আলোচনার আগেই অবশ্য আমেরিকার প্রতি নমনীয় হওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি লোকসভায় দেশের বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন ২০২৩ সালে ভারতের সরল গড় শুল্ক হার ছিল ১৭ শতাংশ। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের পরে সরল গড় শিল্প শুল্ক ১০.৬৬-এ কমিয়ে আনা হয়েছে। এতকিছুর পরে ভারতের উপর শুল্কের পরিমাণ কতটা কমাবে'বন্ধু' ট্রাম্প?