সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব প্রশান্ত মহাসাগরে ফের হামলা মার্কিন বাহিনীর। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ জানিয়েছেন, এই নৌযানে মাদক পাচার করা হচ্ছিল। স্থানীয় সময় বুধবার এই আক্রমণ চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই আক্রমণ চালানো হয়েছে বলে হেগসেথের দাবি। হেগসেথের দাবি, 'এরা আমাদের গোলার্ধের আল কায়দা। আমরা এদেরকে খুঁজবো এবং মারব।'
এই আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। হেগসেথ এই তিনজনকেই মাদক সন্ত্রাসবাদী বলেছেন। এই আক্রমণের ঘটনায় আমেরিকান সেনাবাহিনীর কেউ আহত হননি বলে জানিয়েছেন তিনি।
হেগসেথ আরও দাবি করেছেন যে জাহাজটি একটি ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন চালাচ্ছিল। তাঁর দাবি, 'আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য ছিল, এই জাহাজ অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত। একটি পরিচিত মাদক-পাচারের পথ ধরে যাতায়াত করছিল এবং মাদক বহন করছিল।' এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে এই জাহাজে আক্রমণ চালিয়েছে মার্কিন সেনা।
হেগসেথ বলেছেন, এই আক্রমণ চলতে থাকবে। এরা শুধুমাত্র মাদক পাচারকারী নয়। এরা মাদক সন্ত্রাসবাদী। আমাদের শহরগুলিতে মৃত্যু ডেকে আনছে তাঁরা। তিনি আরও বলেন, 'এরা আমাদের গোলার্ধের আল কায়দা। আমরা এদেরকে খুঁজবো এবং মারব।'
হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবার একই রমকমের আরও একটি আক্রমণ চালিয়েছে আমেরিকা। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এই আক্রমণে দু'জনের মৃত্যু হয়েছে। মার্কিন বাহিনী গত মাসে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জাহাজে আক্রমণ শুরু করে। এখনও পর্যন্ত মোট নয়টি হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবারের হামলায় নিহত তিন জনকে মিলিয়ে মোট নিহতের সংখ্যা হয়েছে ৩৭ জন। শেষ দুটি হামলা পূর্ব প্রশান্ত মহাসাগরে হলেও, তার আগের সাতটি হামলা ক্যারিবিয়ান সাগরে হয়েছিল।
