shono
Advertisement
India-US

আমেরিকার পয়সায় ভারতকে এআই পরিষেবা দিচ্ছে চ্যাটজিপিটি! ট্রাম্পের উপদেষ্টার মন্তব্যে নতুন সংঘাত?

হোয়াইট হাউসের প্রাক্তন মুখ্য কৌশলী স্টিভ ব্যাননকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, "ভারত এআই ব্যবহার করবে, আর তার জন্য আমেরিকার নাগরিকেরা কেন পয়সা খরচ করবেন?”
Published By: Saurav NandiPosted: 02:26 PM Jan 18, 2026Updated: 02:26 PM Jan 18, 2026

আমেরিকার পয়সায় ভারত এআই পরিষেবা পাচ্ছে। চ্যাটজিপিটির মতো সংস্থা আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারত, চিন-সহ বিভিন্ন দেশকে এআই পরিষেবা দিচ্ছে। এমনই অভিযোগ তুলে নতুন বিতর্ক উসকে দিলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

Advertisement

কম দামে রুশ তেল কেনা নিয়ে আপত্তি তুলে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় নয়াদিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে অবনতি ঘটেছে সম্প্রতি। এখনও দুই দেশ বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি এখনও। এই পরিস্থিতিতে চ্যাটজিপিটির ভারতে পরিষেবা দেওয়া নিয়ে আপত্তি তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নাভারো। যা দেখে অনেকের অনুমান, ট্রাম্প ঘনিষ্ঠের এই মত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনাতেও প্রভাব ফেলবে। যার জেরে তৈরি হতে পারে নতুন সংঘাতও।

হোয়াইট হাউসের প্রাক্তন মুখ্য কৌশলী স্টিভ ব্যাননকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, "ভারত এআই ব্যবহার করবে, আর তার জন্য আমেরিকার নাগরিকেরা কেন পয়সা খরচ করবেন?” তাঁর সংযোজন, “চ্যাটজিপিটি আমেরিকার মাটি থেকে কাজ করছে। আমেরিকার বিদ্যুৎ ব্যবহার করছে। আর পরিষেবা দিচ্ছে ভারত, চিন এবং বাকি বিশ্বে।" নাভারোর এই মন্তব্যে প্রশ্ন উঠছে, এ বার কি চ্যাটজিপিটির উপরেও নতুন ফতোয়া জারি করবে ট্রাম্প প্রশাসন? যদি তা-ই হয়, তা হলে তার প্রভাব সংস্থার ভারতে এআই পরিষেবা প্রদানেও পড়বে। যার মূল্য চোকাতে হতে পারে ভারতের চ্যাটজিপিটি ব্যবহারীদের।

প্রসঙ্গত, অতীতে ভারতকে টেনে একাধিক বার বিতর্কিত মন্তব্য করেছেন নাভারো। ভারতকে 'শুল্কের মহারাজা' বলে কটাক্ষ করেছিলেন তিনি। এ-ও দাবি করেছিলেন, ভারত রাশিয়ার থেকে কম দামে তেল কিনে আসলে ইউক্রেন যুদ্ধে মস্কোর পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতকে 'মোদির যুদ্ধ' বলেও মন্তব্য করেছিলেন নাভারো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement