shono
Advertisement
Trump-Putin

মাদুরোর মতো পুতিনকেও তুলে নিয়ে যাবেন? প্রশ্ন শুনে কী বললেন 'রুষ্ট' ট্রাম্প

পুতিনকে অপহরণ ও বন্দির জল্পনা উসকে দিয়েছেন জেলেনস্কি।
Published By: Saurav NandiPosted: 02:46 PM Jan 10, 2026Updated: 05:53 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের (Trump) নির্দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং বন্দি করেছে মার্কিন সেনা। 'যুদ্ধপরাধী' রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও (Putin) কি একই পরিণতি হবে? সাংবাদিকদের সেই প্রশ্নের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Advertisement

মাদুরোর মতো পুতিনকেও অপহরণ করা হবে কি না, সেই জল্পনা উসকে দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, 'স্বৈরাচারী শাসক' মাদুরোর যদি এই পরিণতি হয়, তাহলে আমেরিকা জানে, এর পর তাদের কী করা উচিত। জেলেনস্কির ওই মন্তব্যের সূত্র ধরেই ট্রাম্পকে পুতিনের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সহমত পোষণ করেননি। পুতিনকে নিয়ে তিনি 'ভীষণ রুষ্ট', এ কথা জানিয়ে ট্রাম্পের জবাব, "আমার মনে হয়, এটার প্রয়োজন পড়বে।"

প্রসঙ্গত, পুতিনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। সেই পরোয়ানা কার্যকর করার জন‍্য আইসিসি-র নিজস্ব কোনও ক্ষমতা, মানে লোকবল নেই।

আমেরিকার তেল ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, "ওঁর (পুতিন) সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমি ভীষণ রুষ্ট। আমি আটটা যুদ্ধ থামিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম, এই যুদ্ধটা অনেক বেশি সহজ হবে।" রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে বহু সেনার মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করে ট্রাম্প বলেন, "গত মাসে ৩১ হাজার সেনার মৃত্যু হয়েছে। তাঁদের বেশির ভাগই রুশ সেনা। রাশিয়ার অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আমার মনে হয়, আমরা একটা ব্যবস্থা করে উঠতে পারব। ভালো হত, যদি এটা আগেই সম্ভব হত, কারণ অনেকে মারা যাচ্ছে!"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং বন্দি করেছে মার্কিন সেনা।
  • 'যুদ্ধপরাধী' রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও কি একই পরিণতি হবে?
  • সাংবাদিকদের সেই প্রশ্নের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
Advertisement