সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সিজনে তুমুল সাফল্যের পর ফের পর্দায় আরও একবার ঝড় তুলবে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয় ২'। নভেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল এই সিরিজের শুটিং। নতুন মোড়কে রাজের 'প্রলয়'কে ফিরে পাওয়ার খবরে খুশি হয়েছিল তাঁর দর্শক-অনুরাগীরা। এবার শোনা যাচ্ছে, রাজের এই সিরিজে নাকি দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়কে।
পর্দায় মূলত খলচরিত্রেই দেখা গিয়েছে আয়েন্দ্রিকে। শোনা যাচ্ছে, এবার নাকি রাজের সিরিজে দলনেত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর এই চরিত্রে নাকি থাকবে একাধিক স্তর। থাকবে প্রচুর টুইস্ট। যদিও খুব বেশি কিছু এখনও আয়েন্দ্রি বা 'আবার প্রলয় ২'-এর টিমের তরফে খোলসা করা হয়নি এই বিষয়ে। বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করতে করতেই হিন্দিতেও কাজের সুযোগ এসেছিল আয়েন্দ্রির। মুম্বইতে বেশ অনেকগুলো দিন জমিয়ে অভিনয় করেছেন তিনি। তবে হিন্দি ও বাংলা দুই জায়গাতেই সমানতালে কাজ করতে ইচ্ছুক তিনি। এবার বাংলা বিনোদুনিয়ায় নতুন মাধ্যমে তাঁর হাতেখড়ি হওয়ার পালা। বলে রাখা ভালো, এবার এই সিরিজে সৌরসেনী মৈত্রকেও দেখা যাবে বলেই খবর। এর আগের সিজনে এক্কেবারে অন্য রকমের চরিত্রে সকলকে তাক লাগিয়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়।
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে বরুণ বিশ্বাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে বড়পর্দায় গল্প বুনেছিলেন রাজ। ছবিতে ইন্সপেক্টর অনিমেষ দত্তর চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। পরবর্তীকালে ওটিটি মাধ্যমে রাজ যখন সিরিজ তৈরি করলেন তখনও অনিমেষ দত্তের চরিত্রে ধারাবাহিকতা বজায় রেখে দর্শককে রীতিমতো চমকে দিয়েছিলেন ইন্সপেক্টর চরিত্রে শাশ্বত। শোনা যাচ্ছে, ছবি ও প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনেও একই চরিত্রে নাকি দেখাব যাবে শাশ্বতকে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এই সিজনে দেখা যাবে লোকনাথ দে, ওম সাহানি, অনুজয় ভট্টাচার্য প্রমুখকে।
