সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বিমানবন্দর। সকলেই অপেক্ষা করছিলেন নিজেদের ফ্লাইটের জন্য। কিন্তু এমন কাণ্ড যে ঘটবে তা হয়তো কেউ কল্পনা করেননি। বিমানবন্দরে ঢুকে হঠাৎই পোশাক খুলে ফেলেন এক যুবতী! নিজেকে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাস বলে পরিচয় দিতে শুরু করেন। এমনকী জল ছিটিয়ে কাউকে কামড়ে দিলেন, আবার কাউকে পেনসিল দিয়ে খুঁচিয়ে দিলেন। এই কাণ্ড হতবাক হয়ে যান সেখানে থাকা যাত্রীরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই ভিডিও।

জানা গিয়েছে, গত ১৪ মার্চ সকালে ডালাস ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ওই যুবতীর নাম সামান্থা পালমা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের ভিতরে ঢুকেই নিজের সমস্ত পোশাক খুলে ফেলেন সামান্থা। তারপর উন্মত্তের মতো চিৎকার করতে শুরু করেন। এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটতে শুরু করেন। অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচতেও থাকেন। আর কেউ সামনে গেলেই বোতল থেকে জল ছিটিয়ে দিচ্ছিলেন।
এমনকী অভিযোগ, বিমানবন্দরে থাকা একটি টিভি ভেঙে দেন সামান্থা। এক মহিলা তাঁকে পরার জন্য কোট দিতে এলে তাঁর গায়েও জল ছোড়েন। এরপর বিমানবন্দরের দুই কর্মী আটকাতে গেলে তাঁদের উপর চড়াও হন সামান্থা। ওই দু'জনের গায়ে পেনসিল গেঁথে দেন। বিমানবন্দরের এক রেস্তরাঁর ম্যানেজারকে কামড়েও দেন। নিরাপত্তাকর্মীরা সামান্থাকে আটকাতে গেলে তিনি একটি আপৎকালীন দরজার আড়ালে লুকিয়ে পড়েন। তারপর বহু কষ্ট করে সামান্থাকে আটক করেন বিমানবন্দরের কর্মীরা।
পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় সামান্থা দাবি করেন, তিনি সে দিন তাঁর ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন। সেই কারণেই তিনি ওরকম আচরণ করেছিলেন। তিনি তাঁর ৮ বছর বয়সি মেয়ের সঙ্গে বিমানবন্দরে গিয়েছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন। যদিও সামান্থা কিসের ওষুধ খেতেন, তা পুলিশ স্পষ্টভাবে জানায়নি। তবে সামান্থার বিরুদ্ধে বিমানবন্দর কর্মীদের উপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। তাঁর মানসিক স্বাস্থ্যেরও পরীক্ষা করা হয়েছে।