সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শরণার্থী বোঝাই নৌকাডুবি। মর্মান্তিক দুর্ঘটনা (Accident) লিবিয়া উপকূলে। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬১ জন শরণার্থী। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছে। ঘটনায় নেমেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, নৌকাটিতে ৮৬ জন যাত্রী ছিল। লিবিয়ার (Libya) শহর জোয়ারা থেকে ছেড়েছিল সেটি। প্রবল ঢেউয়ের ধাক্কায় উলটে যায় নৌকাটি। শরণার্থীদের মধ্যে ইজিপ্ট, সিরিয়া ও পাকিস্তানের নাগরিকরা ছিলেন বলে নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের দাবি। উল্লেখ্য, নৌকায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর ক্ষেত্রে লিবিয়া থেকেই যাত্রা শুরু করতে পছন্দ করেন সংখ্যাগরিষ্ঠ শরণার্থীরা। উপকূলবর্তী অঞ্চলে মানব পাচারকারীরা তাঁদের যাত্রায় সাহায্য করেন।
[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেও একটি কাঠের নৌকা ঝড়ের কবলে পড়েছিল ক্যারিবিয়ান উপকূলে। সেই দুর্ঘটনাতেও প্রাণ হারান ৯৬ জন। পরে জুনেও একই রকম আর একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭৯ জন শরণার্থী। নিখোঁজ হয়ে যান শতাধিক। গ্রিসের কাছে সমুদ্রে সেই নৌকাটি ডুবে গিয়েছিল। সাম্প্রতিক অতীতের সবচেয়ে ভয়াবহ নৌকা দুর্ঘটনার পর এবার লিবিয়ায় ঘটল আর এক মর্মান্তিক দুর্ঘটনা।