shono
Advertisement

Breaking News

উন্মুক্ত হল বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ

পুরো সুড়ঙ্গপথ চালু হলে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছন যাবে জুরিখ থেকে উত্তর ইটালির মিলানে৷ বর্তমানে এই দুরত্ব অতিক্রম করতে প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে৷
Posted: 09:18 PM Jun 01, 2016Updated: 03:48 PM Jun 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নকশা তৈরি হয়েছিল ১৯৪৭ সালে৷ কিন্তু তারপর সরকারি টালবাহানায় কাজ শুরু হতে লেগে গেল পাঁচ দশকেরও বেশি সময়৷ অবশেষে যাত্রীদের জন্য উন্মুক্ত হল বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ৷ যাত্রা শুরু সুইজারল্যান্ডের ৫৭ কিলোমিটার দীর্ঘ গথার্ড বেস টানেলের৷

Advertisement

সুবিশাল আল্পসের মধ্যে দিয়ে আপতত সুইজারল্যান্ডের আর্স্টফিল্ড থেকে বোডিও অবধি ট্রেন চলবে এই সুড়ঙ্গ পথে৷ প্রথম যাত্রায় সামিল হচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওঁলান্দে, ইতালিয় প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জির মতো ব্যক্তিত্বরা৷ পুরো সুড়ঙ্গপথ চালু হলে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছন যাবে জুরিখ থেকে উত্তর ইটালির মিলানে৷ বর্তমানে এই দুরত্ব অতিক্রম করতে প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে৷

১৯৯৯ থেকে এই সুড়ঙ্গ রেলপথের কাজ শুরু হওয়ার পর ১২৫ জন শ্রমিক ৪৩,৮০০ ঘণ্টা অনবরত কাজ করে গিয়েছেন তিনটি শিফটে৷ এর পরেও ১৭ বছর লেগে গিয়েছে আল্পসের কঠিন পাথর ভেঙে রেলপথ তৈরি করতে৷ খরচের পরিমান ভারতীয় মুদ্রায় ৮১,৫৯০ কোটি টাকা৷ তবে, এটিই এখন বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ৷ দ্বিতীয় স্থানে জায়গা পেল জাপানের ৫৩.৯ লম্বা শেইকান সুড়ঙ্গ রেলপথ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement