shono
Advertisement

শেষ করতে হবে ৭০ হাজার কোটির দুর্নীতির তদন্ত, সিবিআইকে সুপ্রিম কোর্ট

অভিযোগের তীর ইউপিএ জমানার অর্থমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও৷ The post শেষ করতে হবে ৭০ হাজার কোটির দুর্নীতির তদন্ত, সিবিআইকে সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 06:40 PM Jan 06, 2017Updated: 01:10 PM Jan 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৫-০৬ সালে ইউপিএ জমানায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট কেনা ও লিজ প্রক্রিয়ায় প্রায় ৭০,০০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করতে সিবিআইকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

Advertisement

বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয়, আসন্ন জুন মাসের মধ্যে সিবিআইকে এয়ার ইন্ডিয়া দুর্নীতির তদন্ত শেষ করতে হবে৷ এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি মুখ্য বিচারপতি জে এস শেখর, বিচারপতি এন ভি রামন ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চকে জানান, ২০১৩ সালে ওই কেলেঙ্কারিতে এফআইআর দায়ের করে সিবিআই৷ ইতিমধ্যেই ওই তদন্তে ৫৫ জন সাক্ষ্যকে জেরা করা হয়ে গিয়েছে৷ রোহতগি আরও জানিয়েছেন, ব্রিটেনের কাছ থেকে ওই দুর্নীতির তদন্তের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে৷ আশা করা যায়, জুন মাসের মধ্যে তদন্তের জাল গুটিয়ে আনবে সিবিআই৷

তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে আইনমন্ত্রী এইচ আর ভরদ্বাজ ও অসামরিক বিমানমন্ত্রী প্রফুল প্যাটেলকে নিয়ে গড়া একটি ‘গ্রুপ অফ মিনিস্টার’ ২০০৫ সালের ২৪ ডিসেম্বর বোয়িং ও জিই-র সঙ্গে বৈঠক করেন৷ বোয়িংয়ের কাছ থেকে ৬৮টি বিমান কেনার সম্মতিপত্রে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংও৷ ২০১১-র মধ্যে বিমানগুলি ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল৷ কিন্তু ওই চুক্তিতে বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ৷ সেই মামলাতেই এদিন বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, ২০১৩ সালে এফআইআর দায়ের করা হয়েছিল৷ মামলাটি দ্রুত শেষ করতে হবে৷ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ১১১টি বিমান কেনা ও ভাড়া নেওয়ার ঘটনায় তৎকালীন বিমানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্যাগ রিপোর্টেও৷

The post শেষ করতে হবে ৭০ হাজার কোটির দুর্নীতির তদন্ত, সিবিআইকে সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement