সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হওয়ার পরেও ফের পিছিয়ে গেল কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) নির্বাচন। আগামী ৪ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায়, দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে নির্বাচন। আগামী ৬ জুন ভোট হবে কুস্তি ফেডারেশনে। ওইদিনই নির্বাচনের ফল প্রকাশ হবে বলে জানা গিয়েছে। ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মহেশ মিত্তল কুমারকে।
ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগিররা। এহেন পরিস্থিতিতে কুস্তিগিরদের দাবি ছিল, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ফেডারেশনের নির্বাচনের আয়োজন করতে হবে। ফেডারেশনের প্রধান হিসাবে কোনও মহিলা প্রার্থী নির্বাচিত হোন, এমনটাই দাবি কুস্তিগিরদের।
[আরও পড়ুন: এই তারকা অলরাউন্ডারকে টেস্ট ক্রিকেটে দেখতে চান সৌরভ, কার কথা বললেন দেশের প্রাক্তন ক্যাপ্টেন?]
বুধবার ফেডারেশনের নির্বাচন (Wrestling Federation Election) সংক্রান্ত নিয়মাবলি প্রকাশিত হয়েছে। আগামী ১৯ থেকে ২২ জুন পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ১ জুলাই পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী, সবমিলিয়ে ৫০টি ভোট পড়বে। কোন রাজ্যের প্রতিনিধি ভোট দিতে পারবেন, সেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে ভোট দেওয়ার অনুমতি দেবেন তিনি।
সবমিলিয়ে ১৫টি পদে নির্বাচন হবে জানা গিয়েছে। প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি বেছে নেওয়া হবে চারজন ভাইস প্রেসিডেন্টকে। এছাড়াও সেক্রেটারি জেনারেল, ট্রেসারার, দু’জন জয়েন্ট সেক্রেটারি ও পাঁচজন এক্সিকিউটিভ মেমবার নির্বাচিত হবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ব্রিজভূষণের পরিবারের সদস্যদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে ব্রিজভূষণের ঘনিষ্ঠরা ভোটে লড়বেন কিনা, সেদিকে নজর রয়েছে।