shono
Advertisement
Wriddhiman Saha

ক্রিকেট থেকে অবসর ঘোষণা, বাংলার উইকেটকিপার কোচ হচ্ছেন ঋদ্ধিমান সাহা?

নিজের শেষ মরশুমে বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করতে চান ঋদ্ধি।
Published By: Anwesha AdhikaryPosted: 08:50 AM Nov 04, 2024Updated: 08:50 AM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এবছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছিলেন। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি।

Advertisement

রনজিতে ইতিমধ্যেই তিনটে ম্যাচ হয়ে গিয়েছে বাংলার। সামনেই কর্নাটক আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তারপর গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ আবার ঘরের মাঠে খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। যদি বাংলা নক আউটে না যেতে পারে তাহলে ঋদ্ধির অবসরের শেষ ম্যাচটি হবে কলকাতাতেই। রবিবার স্যোশাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগে ভেসে যান উইকেট কিপার-ব্যাটার। লেখেন, “এই মরশুমই আমার শেষ মরশুম। শেষবারের মতো বাংলার হয়ে নামতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অবসরের আগে শেষবার রনজি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।”

ঋদ্ধির এখন লক্ষ্য নিজের শেষ মরশুমে বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করা। সেটা যদি হয় তাহলে তাঁর অবসর আরও স্মরণীয় হয়ে থেকে যাবে। এবারের মরশুমে তিনি সাদা বলের ক্রিকেট খেলবেন না। অবসর ঘোষণা করবেন বলে এবারে আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়েও রেখেছিলেন। লাল বলের ক্রিকেট থেকেই অবসর নিতে চান তিনি। তবে ক্রিকেট ছেড়ে হয়তো একেবারেই সরে যাবেন না ঋদ্ধি। সূত্রের খবর, বাংলা দলের হয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। হয়তো উইকেটকিপিং কোচ হিসাবে ঋদ্ধিকে দেখা যেতে পারে। কোচ না হলেও অন্য কোনও ভূমিকায় ঋদ্ধি বাংলা দলের সঙ্গে যুক্ত থাকবেন, সেই সম্ভাবনা প্রবল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রনজিতে ইতিমধ্যেই তিনটে ম্যাচ হয়ে গিয়েছে বাংলার। সামনেই কর্নাটক আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা।
  • বাংলা নক আউটে না যেতে পারে তাহলে ঋদ্ধির অবসরের শেষ ম্যাচটি হবে কলকাতাতেই।
  • বাংলা দলের হয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। হয়তো উইকেটকিপিং কোচ হিসাবে ঋদ্ধিকে দেখা যেতে পারে।
Advertisement