সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ বিস্ফোরণে অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি ইয়াসিন ভাটকলের ফাঁসির সাজা শোনাল স্পেশাল এনআইএ কোর্ট। সোমবার ভাটকল-সহ আরও চারজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বিশেষ আদালত।
২০১৩ সালে হাযদরাবাদের দিলশুখনগরে বাজার এলাকায় জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। গুরুতর জখম হয়েছিলেন ১৩০ জন। বিস্ফোরণের পিছনে ছিল ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী। ওই বছরই বিহার থেকে গ্রেফতার করা হয় জঙ্গিনেতা ইয়াসিন ভাটকলকে। মূল বিস্ফোরণের আগে হাদরাবাদেরই এক প্রত্যন্ত প্রান্তে ‘প্রক্সি’ বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
২০১০ সালেই এই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সোমবার ওই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা-সহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হল। এনআইএ-র চার্জশিটে বলা হয়েছিল, মুজাহিদিন জঙ্গিরা ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। বিস্ফোরণের মামলায় এনআইএ প্রায় ১৫০ জন সাক্ষীকে জেরা করে।
The post হায়দরাবাদ বিস্ফোরণে ফাঁসির সাজা ইয়াসিন-সহ ৫ জঙ্গির appeared first on Sangbad Pratidin.