সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছেন মহম্মদ শামি! বেফাঁস মন্তব্য করে বসলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকার কতখানি দক্ষতার সঙ্গে সুষ্ঠভাবে গোটা মহাকুম্ভ পরিচালনা করেছে, সেই খতিয়ান তুলে ধরে বিধানসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। তখনই ভারতীয় দলের তারকা পেসারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধী শিবির।

বুধবার বিধানসভায় দাঁড়িয়ে যোগী বলেন, "প্রয়াগরাজের মহাকুম্ভে কোনও ভেদাভেদ নেই। তারকা ক্রিকেটার মহম্মদ শামিও আস্থার ডুব দিয়েছেন। নানা জাতি ধর্ম বর্ণের মানুষ হৃদয়ে ভক্তি নিয়ে কুম্ভে এসেছেন। আস্থার ডুব দিয়েছেন। তবে হ্যাঁ, যারা মহাকুম্ভ নিয়ে তামাশা করতে এসেছিলেন তাঁদের বকুনি দিয়ে ফেরত পাঠানো হয়েছে।" যোগীর এই মন্তব্য ঘিরেই তুঙ্গে উঠেছে বিতর্ক।
কেন বিতর্ক শুরু হল উত্তরপ্রদেশের মন্তব্য? আসলে মহম্মদ শামি মহাকুম্ভে আস্থার ডুব দেননি। তবে জাতীয় দলের প্রাক্তন পেসার মহম্মদ কাইফ গিয়েছিলেন যমুনায় ডুব দিতে। সেটাও মহাকুম্ভ উপলক্ষে নয়। মহাকুম্ভ শুরুর দিনকয়েক আগে যমুনা নদীতে স্নান করেছিলেন। তবে প্রয়াগরাজের বাসিন্দা কাইফ আগেও যমুনায় ডুব দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর যমুনায় ডুব দেওয়ার ভিডিও শেয়ারও করেছিলেন এক্স হ্যান্ডেলে।
বিরোধীদের কথায়, কাইফের নাম বলতে গিয়ে শামির নাম বলেছেন যোগী। সেই বিষয়টি নিয়েই বিজেপি নেতাকে বিঁধেছেন সপা প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে তাঁর প্রশ্ন, 'আপনি কি এবার ক্রিকেটারদের নামও বদলে দেবেন?' উল্লেখ্য, রাজ্যের নানা জায়গা এবং ঐতিহাসিক ভবনের নাম বদলে দিয়েছে যোগী সরকার। দিনকয়েক আগে ১৯৬৫ যুদ্ধের অন্যতম নায়ক আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল করা হয়েছে। এছাড়াও মুসলিম নামাঙ্কিত বহু জায়গার নামই বদলে গিয়েছে যোগীর আমলে। নামবদলে 'অভ্যস্ত' যোগীর কাছে তাই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দেশের জার্সিতে খেলা ক্রিকেটারদের নামও কি পরিবর্তন করে দিতে চলেছেন তিনি?