সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চলেছেন বিরাট কোহলি? এর আগে কোনও সক্রিয় ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। সেটাই কি এবার বদলাতে চলেছে? বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সারের ঘোষণায় চমকে উঠেছে দেশের ক্রিকেটভক্তরা।
সোশাল মিডিয়ায় তারা কোহলির একটি পোস্ট করে। সেখানে লেখা, 'কিং কোহলি। আগামী দুই মরশুমের জন্য বিরাট কোহলি সিক্সার দলের হয়ে খেলবেন।' তারপর রীতিমতো হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। বিগ ব্যাশ লিগের তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার। সেখানে স্টিভ স্মিথ খেলেন। সেই সূত্রেই কি কোহলি বিগ ব্যাশে লিগে খেলার সিদ্ধান্ত নিলেন?
অবশ্য ভুল ভাঙতে দেরি হল না। আর সেটার জন্য তাকাতে হবে ক্যালেন্ডারের দিকে। এদিন যে ১ এপ্রিল। অর্থাৎ 'অল ফুলস ডে'। সিডনি সিক্সার থেকেও কমেন্ট করা হয় 'এপ্রিল ফুল'। তবে অধিকাংশ সমর্থকই 'ফাঁদটি' বুঝতে পেরে 'বোকা' হননি।
সাধারণত ডিসেম্বর মাসে শুরু হয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হ্যারিকেন। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও ভালো ফর্মে আছেন কোহলি। আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে করেন ৩১ রান। সম্প্রতি অজি পেসার প্যাট কামিন্স কোহলিকে আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া ঘুরে দেখার জন্য। বিবিএলে না খেলা হোক, অন্তত ওই সময়ে কি অস্ট্রেলিয়া দর্শনে যাবেন কোহলি?