সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হচ্ছে হবে সুলভ আশ্বাস নয়, একেবারে ডেডলাইন ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করলে ৬ মাসের মধ্যে ভারতের অন্তর্ভুক্ত পাক অধিকৃত কাশ্মীর। যোগীর এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে।
উন্নয়ন, মূল্যবৃদ্ধি, চাকরি, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সব ব্যাকফুটে। ভোটের বাজারে 'সিংহাসন' দখল করেছে পাক অধিকৃত কাশ্মীর (POK)। ছোট, বড়, মাঝারি বিজেপির (BJP) প্রায় সব নেতার মুখেই শোনা যাচ্ছে অধিকৃত কাশ্মীরকে ভারতে ফেরানোর দাবি। শনিবার মহারাষ্ট্রের পালঘরে নির্বাচনী প্রচারে গিয়ে সে প্রসঙ্গেই যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, 'আমরা তো তার পুজো করব না। আমরাও সেটাই করব যেটা ওদের প্রাপ্য।' একইসঙ্গে তিনি যোগ করেন, "পাকিস্তানের পক্ষে এখন অধিকৃত কাশ্মীর নিজেদের দখলে রাখা যথেষ্ট কঠিন। আপনারা তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করুন। দেখবেন ৬ মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে গিয়েছে। এই কাজের জন্য দুঃসাহসিকতার প্রয়োজন। নরেন্দ্র মোদির সেটা রয়েছে এবং উনি তা করবেন।"
[আরও পড়ুন: ‘আর কখনও ভোটে লড়ব না’, নিজ গড়ে ছেলেকে জেতাতে ‘আবেগী বার্তা’ ব্রিজভূষণের]
একইসুরে বিরোধী শিবিরকে আক্রমণ শানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "আমরা কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতাদের মতো নই, যারা বলে সন্ত্রাসবাদ তো পাকিস্তান থেকে হচ্ছে আমরা কী করব। আজ পাকিস্তান যদি আমাদের চোখ দেখায় তবে আমরা তাদের চোখ উপড়ে নেই। চুপ করে বসে থাকা আমাদের ধাতে নেই।" প্রধানমন্ত্রীর প্রশংসা করে যোগী আরও বলেন, "আজ ভারত নির্ভীক ও অপরিশ্রান্ত ভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই পথ চলায় নেতৃত্ব দিচ্ছেন। এভাবেই তাঁর নেতৃত্বে নতুন ভারত আপনাদের সামনে ফুটে উঠেছে। আগে দেশের অনাহারে মৃত্যু হত, এখন ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশোন পান।" পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের বার্তা দিয়ে বলেন, "ভারতে দরিদ্র সীমার নিচে থাকা মানুষকে টেনে তুলেছেন মোদিজি। সেই সংখ্যাটা পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে বেশি। অধিকৃত পাকিস্তানের মানুষ ভারতের অন্তর্গত হলে তাঁদের না খেয়ে মরতে হবে না। এখানে বিনামূল্যে রেশন পাওয়া যায়।"
[আরও পড়ুন: ‘না পোষালে পাকিস্তান চলে যান’, সংরক্ষণ ইস্যুতে লালুকে নিদান হিমন্তের]
এছাড়াও বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়ে যোগী বলেন, "মোঘল বাদশাহ ঔরঙ্গজেবের আত্মা বিরোধীদের শরীরে প্রবেশ করেছে। এদের পরিবারবাদের রাজনীতি ও সেই সময়ের 'জিজিয়া কর' নতুন করে লাগু করতে চায় বিরোধীরা। অন্যদিকে মোদি চান নতুন ভারত নির্মাণ করতে। ফলে নরেন্দ্র মোদি যে আবার দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন সে বিষয়ে আপনাদের মনে কোনও সন্দেহ রাখবেন না।"