সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এবার একটি নয়, একই নম্বর ব্যবহার করে অন্তত চারটি মোবাইলে থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে। জানিয়ে দিলেন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ।
ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত সোশ্যাল প্ল্যাটফর্মগুলি আপগ্রেড করতে থাকে মেটা। হোয়াটসঅ্যাপ (WhatsApp) থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক- সব প্ল্যাটফর্মেই কিছু না কিছু নতুন ফিচার খুঁজে পান ইউজাররা। এবারও তার ব্যতিক্রম হল না। বাকি মেসেজিং অ্যাপগুলিকে পিছনে ফেলে দিতে অতি প্রয়োজনীয় একটি ফিচার যুক্ত হল হোয়াটসঅ্যাপে। একটি নয়, চারটি মোবাইলে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ নম্বর। অর্থাৎ যাঁরা একের বেশি স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের পোয়া বারো।
[আরও পড়ুন: শুরুতেই বুঝিয়ে দিন বিছানায় আপনি সিংহ! সঙ্গমের আগেই সঙ্গিনীর শরীরে উঠুক ঝড়]
এখন প্রশ্ন করতে পারেন, এক্ষেত্রে কি ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা তৈরি হবে? হোয়াটসঅ্যাপ জানিয়ে দিচ্ছে, এমন চিন্তার কোনও কারণ নেই। কারণ প্রতিটি ডিভাইসেই চ্যাট, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। ধরুন যে মোবাইলটিতে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন, সেটি যদি দীর্ঘদিন অচল থাকে, সেক্ষেত্রে বাকি ডিভাইসগুলিতে নিজে থেকেই হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে। আবার একাধিক মোবাইলে একইসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও কোনও সময়ই অন্যটি থেকে সাইন আউট করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ মনে করছে, এতে ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের ভীষণ সুবিধা হবে। কর্মীরা একই নম্বর ব্যবহার করে নিজেরাই ক্রেতাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন।
সম্প্রতি একাধিক নয়া ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পোস্ট করা স্টেটাস সোজা ফেসবুক স্টোরিতেও দেওয়া যাবে। পাশাপাশি নিজের নম্বরেও মেসেজ পাঠানো যাবে। এবার আরও এক নয়া ফিচার যুক্ত করে তাক লাগাল জুকারবার্গের সংস্থা।