সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। আর বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তরুণ-তরুণী থেকে শিশু, বৃদ্ধ সবাই। পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড়। মেয়েদের সঙ্গে তাল মিলিয়ে ছেলেরাও মেতে ওঠে পয়লা ফ্যাশনে। রং, কাপড় এবং ডিজাইনে বৈচিত্র্য থাকছেই ছেলেদের পোশাকেও। কেমন হবে এবারের পয়লা বৈশাখে ছেলেদের সাজ? রইল টিপস
যেহেতু গরমকাল তাই হালকা পরাটাই ভাল ৷ ফ্যাশনের সঙ্গে আরামের দিকটাও তো মাথায় রাখতে হবে ৷ সুন্দর করে সাজতে গিয়ে গলদঘর্ম হওয়ার কোনও মানেই হয় না ৷ একে তো চড়া গরম তার উপর পয়লা বৈশাখের দিন ভুরিভোজ তো মাস্ট ৷ ভারী কোনও মেটিরিয়াল তাই না পরাই ভাল। সুতি, লিনেন কিংবা খাদির মধ্যে ঘোরাফেরাটাই শ্রেয়। আর এ ব্যাপারে পাঞ্জাবি বা কুর্তা সব পোশাক থেকে অনেকটাই এগিয়ে থাকবে।
[আরও পড়ুন: ‘মির্জা’র রিলিজ পিছোলেন অঙ্কুশ, কেন এই সিদ্ধান্ত? জানালেন অভিনেতা-প্রযোজক ]
ট্রেন্ড বলছে এবারের পয়লা ফ্যাশনে বাজার ছেয়ে গিয়েছে গামছা প্রিন্টের পাঞ্জাবি ও শর্ট কুর্তা। জিনস হোক বা পাজামা। গামছা প্রিন্টের পাঞ্জাবিতেই এবার নজর কাড়তে তৈরি হচ্ছেন পুরুষ মহল। এতদিন গামছা প্রিন্ট শাড়ি, ব্লাউজ, কুর্তি খুবই জনপ্রিয় ছিল মেয়েদের মধ্যে। এবার পুরুষদের পোশাকেও এল গামছা প্রিন্ট। তবে শুধুই পাঞ্জাবি বা কুর্তা নয়, ট্রাই করতে পারেন গামছা প্রিন্টের শার্টও। অনলাইনে বেশ কয়েকটি জনপ্রিয় শপিং অ্যাপে অনায়াসে পেয়ে যাবেন গামছা প্রিন্টের পোশাক। এছাড়াও, গড়িয়াহাট কিংবা হাতিবাগানের মতো বড় মার্কেটে ঢুঁ মারতে পারেন। দাম পড়বে ৮০০ থেকে ১০০০ এর মধ্যে।
হালকা মেটিরিয়ালের তৈরি নেহরু জ্যাকেটও কিন্তু এখনও ফ্যাশন ইন ৷ জামদানি কিংবা বালুচরি দিয়ে বানানো বিভিন্ন স্টাইলের নেহরু জ্যাকেট পরা যেতে পারে ৷ সঙ্গে নীচে ধুতি পড়ুন ৷ পয়লা বৈশাখ তো বাঙালিদের উৎসব এই সময় পাঞ্জাবি কিংবা কুর্তার সঙ্গে ধুতির জুড়ি মেলা ভার ৷ যদি খুব অসুবিধে হয় তবে ধোতি প্যান্টও বেছে নিতে পারেন ৷