সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তবে প্রেমের কথা স্পষ্ট স্বীকার না করলেও, বিজয় যে তামান্নার বিশেষ বন্ধু, তা অবশ্য় স্বীকার করেছে তামান্না। কিন্তু বিজয় তামান্নার নাম শুনলেই লজ্জা পান। সেই লাজুক বিজয় কিন্তু এবার খেপলেন। মুম্বই বিমানবন্দরে কিন্তু সাংবাদিকদের উপর রীতিমতো চড়াও হলেন অভিনেতা।
কাণ্ডটা হল, তামান্নার সঙ্গে সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন বিজয়। মালদ্বীপের নীল সমুদ্রের তিরে একান্ত সময় কাটিয়েছেন দুজনে। সদ্য মুম্বই ফিরেছেন। আর ফিরতেই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন, তামান্নার সঙ্গে দারুণ মজা করেছেন নিশ্চয়ই! এরকম প্রশ্ন শুনে রীতিমতো খেপে গেলেন বিজয়। স্পষ্ট সাংবাদিকদের বললেন, ‘এধরনের প্রশ্ন কেন? তারকাদের ব্যক্তিগত জীবন রয়েছে। দূরে সরুন!’
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
কয়েকদিন আগেই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এতদিন পুরো বিষয়টা গোপন রাখার পর অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না। তবে বিজয় কিন্তু এসব ব্য়াপার নিয়ে একেবারে চুপ।