সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্দাম্পটনশায়ারের হয়ে অভিষেক ম্যাচে হতশ্রী ভাবে আউট হলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ২৩ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার ৩৪ রানে হিট উইকেট হন।
কাউন্টিতে গ্রুপ বি-র ম্যাচে গ্লস্টারশায়ার ও নর্দাম্পটনশায়ারের ম্যাচ ছিল। পল ভ্যান মিকেরেনের শর্ট ডেলিভারি পুল মারতে গিয়ে হিট উইকেট হন পৃথ্বী।
দেহের ভারসাম্য রক্ষা করতে না পেরে পৃথ্বী শ পড়ে যান বিশ্রী ভাবে। তাঁর পায়ে লেগে উইকেটের বেল পড়ে যায়।
২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বার খেলতে দেখা গিয়েছিল পৃথ্বী শ-কে। চলতি বছরের গোড়ার দিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাকা হয়েছিল পৃথ্বীকে।
[আরও পড়ুন: সেপ্টেম্বরে বাবা হচ্ছেন, কিংস কাপে নাও খেলতে পারেন সুনীল ছেত্রী]
এবারের আইপিএল-এ সময়টা ভাল যায়নি পৃথ্বীর। প্রতিযোগিতার মাঝপথে তাঁকে বাদ পড়তে হয়। কাউন্টিতে যাওয়ার আগে পৃথ্বী শ এক সাক্ষাৎকারে বলেছিলেন, কাউন্টি খেলে বদলাবে তাঁর ভাগ্য। ফিটনেস টেস্টে পাশ করে, ঘরোয়া ক্রিকেটে রান করেও জাতীয় দলে প্রত্যাবর্তন কেন ঘটল না, সেটাই বোধগম্য হয়নি পৃথ্বীর। তাঁকে দল থেকে কেন বাদ দেওয়া হল, তার কারণ জানতে না পারায় হতভম্ব হয়ে যান। সেই সময়ে কেউ বলেছিলেন, ফিটনেসের কারণে হয়তো তিনি বাদ পড়তে পারেন। এনসিএ-তে গিয়ে সব পরীক্ষা দিয়েছেন। রানও করেন। এর পরেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পাননি পৃথ্বী।
ভেবেছিলেন কাউন্টিতে রান করে নিজের ভাগ্য বদলাবেন। কিন্তু অভিষেক ম্যাচের অভিজ্ঞতা ভাল হল না পৃথ্বীর।