shono
Advertisement

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে যুবককে ‘ব্ল্যাকমেল’, তরুণী-সহ গ্রেপ্তার ২

ধৃতদের জেরা করে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
Posted: 03:36 PM Dec 24, 2022Updated: 05:05 PM Dec 24, 2022

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ডেটিং অ্যাপ প্রতারণা চক্রের শিকার এক যুবক। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ২। গল্ফগ্রিন থানার পুলিশ অভিযুক্তদের পাকড়াও করেছে। ধৃতদের জেরা করে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

Advertisement

গল্ফগ্রিনের অরবিন্দ নগরের বাসিন্দা যুবক জানান সম্প্রতি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১০ অক্টোবর তার সঙ্গে দেখা করেন যুবক। শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, যৌনতার সময় তরুণী তাঁকে না জানিয়ে ভিডিও করে। বেশ কিছুক্ষণ পর তরুণী জানান, ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও রয়েছে তার কাছে। ১৭ হাজার টাকা দাবি করে তরুণী। টাকা না দিলে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

[আরও পড়ুন: গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলি, কোচবিহার সীমান্তে যুবকের মৃত্যু নিয়ে শোরগোল]

ওই যুবক গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাগুইআটি থেকে এক যুবক ও তরুণীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৫০৬, ১২০ (বি) ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা এই কৌশলে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে। টাকাও আদায় করেছে তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে প্রতারণা চক্র সংক্রান্ত আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশাবাদী পুলিশ।

[আরও পড়ুন: বিক্ষোভের মাঝে রাজ্যপালের সঙ্গে দেখা, ছাত্রভোট নিয়ে যাদবপুরের পড়ুয়াদের দাবিতে মিলল আশ্বাস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement