shono
Advertisement

আপনি কেমন মানুষ? উত্তর দেবে আপনার হাঁটার ধরনই

কখনও খেয়াল করেছেন? The post আপনি কেমন মানুষ? উত্তর দেবে আপনার হাঁটার ধরনই appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 PM Dec 26, 2017Updated: 02:33 PM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ হাঁটেন জোরে, কেউ আস্তে-আস্তে। কেউ পা রাখেন মেপেজুপে, কেউ বেশ সজোরে। এই চলনেই লুকিয়ে রয়েছে মানবচরিত্রের গোপন রহস্য। কখনও খেয়াল করেছেন? আপনি হাঁটেন কীভাবে? সেই হাঁটা আপনার চরিত্রের কোন তথ্য ফাঁস করে?

Advertisement

[WhatsApp-এর আপত্তিজনক ফটো বা ভিডিও কীভাবে লুকিয়ে রাখবেন?]

১) অনেকের মধ্যেই একটু পা টেনে আস্তে আস্তে হাঁটার অভ্যাস রয়েছে। এমন মানুষদের জীবনে প্রচুর চিন্তা রয়েছে। সবসময় অবসন্ন থাকেন এঁরা। নিজেদের দুঃশ্চিন্তায় ডুবে থাকেন। নিজেদের এই অবসাদের জীবন থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না।

২) অনেকে চিন্তা করতে করতে হাঁটেন। এঁরা দিবাস্বপ্ন দেখতে ভালবাসেন। নিজেদের স্বপ্নের জগতে এতটাই বুঁদ থাকেন যে চারপাশের চিৎকার-চেঁচামেচি কানেই ঢোকে না। এটা বেশ বিপজ্জনক হতে পারে, দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

৩) অতি সতর্ক হয়েও কেউ কেউ হাঁটেন। এঁদের সজাগ দৃষ্টি থাকে চারদিকে। জীবনের ক্ষেত্রেও এঁরা সতর্কতা অবলম্বন করেন। নিজের প্রতিটা পদক্ষেপে নজর থাকে। যাতে হোঁচট না খেতে হয়।

[জানেন, যৌনজীবনে ধারাবাহিকতার অভাব কোন শারীরিক সমস্যা ডেকে আনে?]

৪) অনেকে বেশ বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে হাঁটেন। বেশ জোরেই মাটিতে পা ফেলেন। এমন ব্যক্তিদের মধ্যে একটু ছেলেমানুষি বেশি থাকে। এঁরা বদরাগীও হয়ে থাকেন।

৫) হাঁটার সময় যাঁদের দুই পায়ের ব্যবধান বেশি থাকে। আর বেশ বলিষ্ঠভাবেই হেঁটে এগিয়ে যান। এমন লোকজন বহুমুখী প্রতিভার অধিকারী। যে কোনও কাজ দক্ষতার সঙ্গে করতে পারেন। তবে এঁদের জীবনের প্রতি প্রত্যাশা একটু বেশিই থাকে। এঁরা মনে করেন অন্যরাও তালে তাল মিলিয়ে হাঁটতে পারবেন।

৬) যাঁরা ছন্দ মিলিয়ে হাঁটতে পারেন, তাঁরা জীবনকে উপভোগ করতে ভালবাসেন। নিজেদের শর্তে বাঁচতে পছন্দ করেন। প্রেমিক-প্রেমিকারা যদি কথা বলতে বলতে হাঁটতে পছন্দ করেন, তাহলে তাঁদের সম্পর্কে উন্নতি হয়।

[রতিক্রিয়ার আগে সঙ্গীকে এই পাঁচ প্রশ্ন করতে ভুলে যাননি তো?]

The post আপনি কেমন মানুষ? উত্তর দেবে আপনার হাঁটার ধরনই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার