সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাথার উপর রেখে বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল যুবকের। শনিবার রাতের এই ঘটনায় বিষাদে ছায়া নেমে এসেছে রামনগর থানায় মাথুর গ্রামে। স্থানীয়দের দাবি, সেল ফেটে মাথার খুলি উড়ে যায় যুবকের। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান যুবক। তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের নাম জয় পুরকাইত (২৬)। রামনগর থানায় মাথুর গ্রামের বাসিন্দা। সেই গ্রামে গত রাতে পুজো ছিল। সেই আনন্দে উৎসবে বাজি পোড়ানো চলছিল। অতিরিক্ত উৎসাহে মাথায় পাইপ রেখে সেল ফাটাচ্ছিলেন শুভজিৎ। বারবার বারন করা সত্ত্বেও শোনেননি তিনি। প্রথম কয়েকটা বাজি ঠিকঠাকই ফেটেছিল। কোনও সমস্য হয়নি। তারপরই একটা সেল ফেটে মাথার খুলি উড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের, লজ্জার নজির গড়ে কটাক্ষের শিকার অর্জুন]
স্থানীয় ও মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মধ্যবিত্ত পরিবারের সন্তান জয় তাঁর বাবা মিহির পুরকাইতকে হারিয়েছে কয়েক বছর আগেই। বিধবা মা ও ছোট বোনকে নিয়ে কষ্টে চলছিল তাঁদের সংসার। পরীক্ষা দিয়ে বিএসএফয়ের প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল জয়। ভেবেছিল, চাকরি পেয়ে এবার সংসারটাকে ভালভাবে চালাবে সে। কিন্তু শনিবার রাতের ঘটনায় আচমকাই সব ওলট পালট হয়ে গেল পুরকাইত পরিবারে।
জয়ের মৃত্যুর ঘটনায় কালীপুজো উপলক্ষে রবিবার গ্রামের সমস্ত উৎসব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার থেকে দুদিন ধরে ছিল যাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁধা হয়েছিল মঞ্চও। সব বন্ধ হয়ে যাওয়ায় খুলে ফেলা হচ্ছে মঞ্চ। নিয়ম অনুযায়ী সকালেই বিসর্জন দেওয়া হয়েছে কালী প্রতিমা। ময়নাতদন্তে পাঠানো হয়েছে জয়ের দেহ। গ্রাম জুড়ে এখন শোকের ছায়া।