shono
Advertisement

বন্ধুদের সঙ্গে উদ্দাম মদ্যপান, নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তমাখা ইট৷ The post বন্ধুদের সঙ্গে উদ্দাম মদ্যপান, নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:19 PM Dec 25, 2018Updated: 12:31 PM Dec 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের সকালে টালা পার্ক এলাকার নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

Advertisement

বড়দিনে সেজে উঠেছে তিলোত্তমা৷ উৎসবে গা ভাসিয়েছেন কলকাতাবাসী৷ ছুটির দিনে সকাল থেকেই ভিড় জমেছে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট ক্যাথিড্রাল চত্বরে৷ কিন্তু তারই মধ্যে টালা পার্কের কাছে একটি নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার হল৷ মৃতদেহর পাশেই পড়েছিল একটি রক্তমাখা ইট৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতলও৷ দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে বলে জানা গিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হোমিসাইড শাখার পুলিশ৷ সঙ্গে আনা হয় পুলিশ কুকুরও৷ প্রথমে দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে৷ তারপর শুরু হয় তল্লাশি৷

[কলেজছাত্রীর শ্লীলতাহানি, গণধোলাই খাওয়ার পর শ্রীঘরে অভিযুক্ত]

জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আকবর৷ ওই এলাকারই বাসিন্দা তিনি৷ বাড়ির কাছেই এক নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে৷ সূত্রের খবর, বড়দিনের আগের দিন অর্থাৎ সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ৩৫ বছরের আকবর৷ পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই বচসার জেরে তাঁকে খুন করা হয় তাঁকে৷ তবে এই খুন পূর্ব পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইট, মদের বোতল, গ্লাস ফরেনসিট পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে ঠিক কীভাবে খুন করা হয়েছে তাঁকে৷ ইতিমধ্যেই কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ উৎসবের দিনে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মৃতের পরিবার৷

The post বন্ধুদের সঙ্গে উদ্দাম মদ্যপান, নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement