অংশুপ্রতিম পাল, খড়গপুর: মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে নিজের পকেট ভরত সে। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোই ছিল তার কাজ। সেই প্রতারণার ফাঁদকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে রীতিমতো বিলাসবহুল অফিস খুলে বসেছিল বেলঘরিয়া যুবক। মাসের পর মাস ধরে চলছিল এই জালিয়াতি। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার মাঝরাতে পিংলা থানার পুলিশ গ্রেপ্তার করল তাকে।
ধৃত যুবকের নাম শুভদীপ চৌধুরী। বয়স ৩৫। বেলঘরিয়া থানা এলাকার বাসিন্দা সে। ওই এলাকাতেই নিজের বিলাসবহুল অফিস খুলে বসেছিল সে। গতকাল সেখানেই হানা দেয় পুলিশ। সেখান থেকে প্রচুর নথিও উদ্ধার হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: Union Budget 2022: নির্মলার বাজেটে হতাশ মধ্যবিত্ত, মিলল না প্রত্যাশিত আয়কর ছাড়]
পুলিশ সূত্রের খবর, এনটিপিসি-সহ একাধিক সরকারি-বেসরকারি অফিসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত শুভদীপ। অভিযোগ, গত কয়েক বছর ধরেই এভাবেই বহু পরিবারকে সর্বস্বান্ত করেছে সে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এমনই এক পরিবার শুভদীপের বিরুদ্ধে পিংলা থানায় অভিযোগ দায়ের করেছিল। সেই সূত্র ধরে তদন্তে নেমে অভিযুক্তর হদিশ পায় পুলিশ। তার পরই ফাঁদ পেতেছিল তারা। এর পর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ প্রসঙ্গে পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুদীপ ঘোষাল জানিয়েছেন, ধৃত ওই যুবক বেলঘড়িয়া এলাকায় একটি বিলাসবহুল অফিসে তৈরি করেছিল। গত কয়েক বছর ধরে সেখান থেকে প্রতারণার চক্র চালাচ্ছিল সে। ওই বিলাসবহুল অফিস থেকে বিভিন্ন সংস্থার স্ট্যাম্প, বহু ছাত্রছাত্রীর নথিপত্র ও তাদের বায়োডাটা বাজেয়াপ্ত করা হয়।