অর্ণব আইচ: নিজের বাড়িতে চুরি করে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবকের দুই সঙ্গীকেও। তিলজলা এলাকার এই ঘটনায় হতবাক পুলিশও।
[আরও পড়ুন:অর্জুন সিং কাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে ডিজিকে তলব]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ আগষ্ট ও ৩১ আগষ্ট তিলজলার বাসিন্দা শেখ বাবলুর বাড়ি থেকে তিন লক্ষ টাকা ও প্রায় সাত লক্ষ টাকার গয়না চুরি যায়। ঘটনার পরের দিনই তিনজলা থানায় অভিযোগ দায়ের করেন শেখ বাবলু। শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ হয়, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরই চোরের সন্ধান পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।
জানা গিয়েছে, ২৫ ও ৩১ আগষ্ট রাতের সিসিটিভি ফুটেজে পুলিশ আধিকারিকরা দেখতে পান, এক যুবক বাবলুর বাড়ির সামনে ঘোরাফেরা করছে। স্থানীয়দের কথা বলে এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই ছেলেটিকে চিহ্নিত করেন তদন্তকারীরা। জানা যায়, ওই যুবক তিলজলার কুষ্ঠিয়া রোডের বাসিন্দা। নাম মহম্মদ রিয়াজ। এরপরই ওই যুবককে আটক করে জেরা করে পুলিশ। প্রথমে স্বীকার না করলেও বেশ কিছুক্ষণ জেরার পরই ভেঙে পড়ে রিয়াজ। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সে। রিয়াজকে জেরা করে তার আর দুই সঙ্গীর হদিশ পায় পুলিশ। এরপরই অন্য মোড় নেয় ঘটনা। জানা যায়, বাকি দুই অভিযুক্তদের মধ্যে এক জন শেখ বাবলুর সৎ ছেলে শেখ নাজিরুদ্দিন ওরফে সোহেল এবং অন্যজন তার বন্ধু মহম্মদ সাবির।
[আরও পড়ুন:গলফ গ্রিনে খুন হওয়া যুবক অসমের বাসিন্দা, ২ দিন পর পরিচয় হাতে এল পুলিশের]
এরপর তিনজনকেই জেরা করে পুলিশ। জানা যায়, নিজের বাড়িতে চুরির ছক কষেছিল বাবলুর ছেলে সোহেলই। বাবার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। সেই কারণেই দুজনকে ভাড়া করে চুরির উদ্দেশ্যে। পরিকল্পনামাফিক নগদ টাকা ও গয়না হাতিয়েও নেয় সে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই যদিও চুরি যাওয়া গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
The post নিজের বাড়িতেই চুরির ছক! ধৃতদের জবানবন্দিতে হতবাক পুলিশ appeared first on Sangbad Pratidin.