সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা লখনউতে। কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের (Kaushal Kishor) বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। তাঁকে মন্ত্রীর ছেলের বন্দুক থেকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের বন্ধু তথা স্থানীয় বিজেপি (BJP) নেতা বিনয় শ্রীবাস্তবকে গুলি করে খুন করা হয়েছে। ওই যুবকের মাথায় গুলি করা হয়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটা আবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের নামে নথিভুক্ত।
[আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে নয়া দুর্নীতির অভিযোগ, ‘বিদেশি ষড়যন্ত্র’ পালটা দুর্নীতি সংস্থার]
মৃত বিনয় শ্রীবাস্তবের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বন্ধু বিকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিনয়। রাতে সেখানেই থেকে যান। ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিনয়ের পরিবারের সদস্যরা মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। এদের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটি কিশোরেরই। তবে ঠিক কী ঘটেছে সেটা জানতে আরও তদন্ত প্রয়োজন। ঘটনাস্থলে ফরেনসিক দল যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হবে।
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
মন্ত্রীর ছেলে বিকাশ কিশোর নিজেই পুলিশকে ফোন করে বন্ধুর মৃত্যুর খবর দেন। মন্ত্রীর পরিবারের দাবি, মন্ত্রীর ছেলের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন বিকাশ। গতকাল রাতে বিকাশ সেখানে ছিলেন না। অসুস্থ মা’কে দেখতে দিল্লি গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে বিকাশ ছাড়া আরও ছ’জন তাঁর বাড়িতে ছিল। ওই ছ’জনের বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছে বিকাশের পরিবার।