shono
Advertisement

কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন

পুরনো শত্রুতার জেরে হামলা? The post কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 PM Jul 05, 2018Updated: 01:28 PM Jul 05, 2018

অর্ণব আইচ:  কলেজ স্ট্রিটে যুবককে ঘিরে ধরে মারধরের পর কুপিয়ে খুনের চেষ্টা৷ বৃহস্পতিবার সকালে বর্ণপরিচয় মার্কেটের সামনের এই ঘটনায় হতচকিত স্থানীয়া৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবক ভরতি রয়েছেন হাসপাতালে৷ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জোড়াসাঁকো থানার পুলিশ৷

Advertisement

[খেলতে খেলতে মাঠেই মৃত্যু তরুণ ফুটবলারের, বেলঘরিয়ায় শোকের ছায়া]

ঘুমের ঘোর কাটিয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ধীরে ধীরে জাগছে বইপাড়া৷ উঠছে একের পর এক দোকানের ঝাঁপ৷ তখনও সেভাবে ভিড় জমতে শুরু করেনি কলেজ স্ট্রিটে৷ আচমকাই বেশ কয়েকজন যুবকের চিৎকার চেঁচামেচিতে অবাক হয়ে যান স্থানীয় বই বিক্রেতারা৷ লোক মুখে রটে যায় বর্ণপরিচয় মার্কেটের পিছনের দিকে কোনও গন্ডগোল হচ্ছে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘পাঁচজন যুবকের একটি দল এক যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে৷ মারধরের পর ওই যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা৷’’ তবে স্থানীয়রা জড়ো হয়ে গেলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই পাঁচ যুবক৷

[গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের]

স্থানীয়দের দাবি, জখম যুবকের নাম তনভির রহমান৷ এলাকারই বাসিন্দা সে৷ বর্ণপরিচয় মার্কেটের দোকান ঘর নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই পাঁচ যুবকের সঙ্গে ঝামেলা চলছিল তনভিরের৷ সেই শত্রুতার জেরেই কুপিয়ে খুনের চেষ্টা বলেই অভিযোগ এলাকাবাসীর৷

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ তার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷ এই ঘটনায় ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷ তাদের জেরা করে ঘটনার কিনারার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

The post কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার