সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে জওয়ান নিগ্রহ নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি এসপি বৈদ্য। শত প্ররোচনার মুখেও অসম সাহস, অনুশাসন ও ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার জন্য আক্রান্ত সিআরপিএফ জওয়ানদের ভূয়সী প্রসংশা করেন তিনি। তিনি আরও বলেন, শুধু ভারতীয় সেনা বলেই নিগ্রহকারীরা আজ জীবিত রয়েছে। অন্য কোনও দেশের সেনা হলে গুলি খেতে হত হামলাকারীদের।
[সিন্ধুকে ধরাশায়ী করে হারের বদলা নিলেন মারিন]
গত রবিবার, কাশ্মীরের বাদগামে নির্বাচন কেন্দ্র থেকে ব্যালট বক্স নিয়ে ফিরছিলেন সিআরপিএফের কয়েকজন জওয়ান। সেই সময় তাঁদের উপর হামলা চালায় একদল কাশ্মীরি যুবক। সেই হামলার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। বৃহস্পতিবার, এই ঘটনায় অভিযোগ দায়ের করে সিআরপিএফ। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে কাশ্মীর পুলিশ। এদিন বৈদ জানিয়েছেন, “এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। আমি জওয়ানদের ধৈর্য্যের প্রসংশা করছি। অন্য যে কোনও দেশের সেনা হলে হামলাকারীরা বেঁচে ফিরতে পারত না।”
[ধর্মকে অপমান! ফেসবুক পোস্টের জেরে পিটিয়ে খুন যুবককে]
উল্লেখ্য, জওয়ানদের নিগ্রহের ঘটনায় দেশ জুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে শুরু করে অভিনেতা অনুপম খের পর্যন্ত এই ঘটনায় সোচ্চার হয়েছেন। তবে এরই মধ্যে বিতর্ক উসকে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আবদুল্লাহ। সেই ভিডিওয় দেখা যাচ্ছে সেনাবাহিনীর একটি চলন্ত গাড়ির সামনে বাঁধা রয়েছে এক যুবক। আবদুল্লাহর অভিযোগ, পাথর নিক্ষেপকারীদের রুখতে এমন বর্বর পন্থা নিয়েছে সেনা। বিষয়টি নিয়ে তদন্তের দাবিও করেছেন তিনি।
The post ‘ভারতীয় সেনা বলে প্রাণে বেঁচে গিয়েছে হামলাকারীরা’ appeared first on Sangbad Pratidin.