shono
Advertisement

জাহির খানের ‘বান্ধবী’কে নিয়ে মশকরা যুবির

কী করলেন পাঞ্জাব দা পুত্তর? The post জাহির খানের ‘বান্ধবী’কে নিয়ে মশকরা যুবির appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 PM Feb 17, 2017Updated: 04:04 PM Feb 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে ডাক পেলে যেমন সেঞ্চুরি হাঁকানোর সুযোগ নষ্ট করেন না, তেমনই বাইশ গজের বাইরেও বন্ধুদের নিয়ে মশকরা করতে ছাড়েন না যুবরাজ সিং৷ এবার তাঁর নিশানায় প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের গার্লফ্রেন্ড সাগরিকা ঘাতগে৷ নিজের স্বভাবসিদ্ধ কায়দায় প্রাক্তন সতীর্থের বান্ধবীকে নিয়ে ঠাট্টা করলেন যুবি৷

Advertisement

(জনপ্রিয়তা বড় দায়! ১০০০ ফুট উঁচু বাড়ি থেকে ঝুললেন রুশ মডেল)

সাগরিকা ঘাতগেকে চিনতে পারলেন? সুপারহিট ছবি ‘চকদে ইন্ডিয়া’য় হকি খেলোয়াড়ের চরিত্রে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী৷ শুক্রবারই মুক্তি পেল তাঁর ছবি ‘ইরাদা’৷ ইরফান খান, আরসাদ ওয়ার্সি, নাসিরউদ্দিন শাহর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন তিনি৷ বেশ কিছুদিন ধরে জাহির খানের সঙ্গে নাম জড়িয়েছে সাগরিকার৷ শোনা যাচ্ছিল, গোপনে তাঁদের প্রেম বেশ জমে উঠেছে৷ যদিও এসব খবরকে গুজব বলেই বারবার উড়িয়ে দিয়েছেন সাগরিকা৷ কিন্তু টুইট করে জাহির-সাগরিকার প্রেমকাহিনিই যেন ফের উস্কে দিলেন যুবি৷

(আঙ্কারায় ২০০ যাত্রী-সহ জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের)

নিজের ছবির প্রিমিয়ার শোয়ে পাঞ্জাব দা পুত্তরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাগরিকা৷ আর তার আগেই টুইট করে সাগরিকার সঙ্গে মশকরা করলেন যুবরাজ৷ ‘চকদে ইন্ডিয়া’ ছবিতে ভারতীয় দলের সহ-অধিনায়কের সঙ্গে প্রেম করতে দেখা গিয়েছিল সাগরিকাকে৷ সেই ছবির প্রসঙ্গ টেনেই এদিন টুইট করলেন যুবি৷ ‘ইরাদা’ ছবির একটি পোস্টার পোস্ট করে ভারতীয় অল-রাউন্ডার লিখেছেন, “যখন থেকে তুমি ভারতীয় দলের সহ-অধিনায়ককে ডেট করছিলে তখন থেকে তোমাকে চিনি৷ ভাল হয়েছে রিয়েল লাইফে তেমন কিছু করোনি৷” যুবির টুইটের জবাবও দেন সাগরিকা৷ বলেন, “রিল এবং রিয়েল লাইফ আমি গুলিয়ে ফেলি না৷” অর্থাৎ আরও একবার তিনি মনে করিয়ে দিলেন, ক্রিকেটারের সঙ্গে যেন তাঁর নাম না জড়ানো হয়৷

The post জাহির খানের ‘বান্ধবী’কে নিয়ে মশকরা যুবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement