শিলাজিৎ সরকার: জল্পনা ছিলই। এবার সেই গুঞ্জনে সিলমোহর। আনুষ্ঠানিকভাবে জাহির খানকে দলের মেন্টর হিসাবে ঘোষণা করল লখনউ সুপার জায়ান্টস। বুধবার এই কথা জানান দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। জানা গিয়েছে, মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও সামলাবেন প্রাক্তন পেসার।
বুধবার ছেলে শাশ্বতকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই আগামী আইপিএলে লখনউয়ের স্কোয়াড কেমন হবে সেই নিয়ে কথা বলেন তিনি। প্রথমেই ঘোষণা করেন, আগামী মরশুমে দলের মেন্টর হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান। এছাড়াও বোলিং কোচের দায়িত্বও থাকবে তাঁর কাঁধে।
নতুন দায়িত্ব পেয়ে অভিভূত জাহির। তিনি বলেন, "এটা টিমগেম। টিমের জন্য প্রয়োজনীয় সবকিছু করব। আইপিএল ১৭-১৮ বছর হয়ে গিয়েছে। সেখানে লখনউ তিন বছরে দুবার প্লেঅফ খেলেছে। আমার কাজ হবে এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা কীভাবে করা যায় সেটা আমি দেখব। কারণ আইপিএলে টিমগুলোর মধ্যে তফাত অনেকটাই কম।"
[আরও পড়ুন: জরুরি বৈঠকে কাটল ইনভেস্টর জট, আইএসএলের আগে স্বস্তি মহামেডানে]
উল্লেখ্য, অধিনায়ক কেএল রাহুলকে আগামী মরশুমে আর লখনউয়ের জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। মাঝে আবার শোনা যাচ্ছিল যে লোকেশ রাহুল আবার তাঁর পুরনো টিম আরসিবিতে ফিরতে পারেন। এত সব জল্পনার মাঝেই কলকাতায় এসে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করেন কেএল। খবর অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে কী স্ট্র্যাটেজি করা হবে, কাদের রিটেন করা হবে’সব নিয়ে নাকি বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। রাতের দিকে সংবাদসংস্থার খবর, রাহুল নাকি নিজেও ‘রিটেইনড’ হতে চান।
তবে বুধবারের সাংবাদিক বৈঠকে লখনউ স্কোয়াড নিয়ে বিশদে কিছু জানাননি গোয়েঙ্কা। তিনি বলেন, "রিটেনশন লিস্ট এখনও চূড়ান্ত হয়নি। নভেম্বরে হবে। তখনই ক্যাপ্টেন নিয়ে ভাবব। আমরা মিডিয়াম টার্ম প্ল্যানিং নিয়ে নিয়ে ভাবছি। সময় আছে মাস তিনেক। ভেবে সিদ্ধান্ত নেব।"