সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা ফওয়াদ খানের পাকিস্তানে ফিরে যাওয়ার ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে ভারতে৷ উরি হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুর পর দেশে পাকিস্তানি শিল্পীদের থাকার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ বিবৃতির ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি শিল্পী এবং কলা-কুশলীর ভারত ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে৷ আর এই ঘটনার পরেই চুপিসারে দেশ ছাড়েন ফওয়াদ৷ ফওয়াদের ভারত ছাড়ার ঘটনাটিকে দেশেরই সংবেদনশীল মহলের একাংশ ভাল চোখে দেখেননি৷ এই নিয়ে বহু বিতর্কও তৈরি হয়েছিল৷ ‘শিল্পীর কোনও দেশ হয়না’! এই ধরনের মন্তব্যও ভেসে আসছিল বিভিন্ন মহল থেকে৷
কিন্তু এবার জি নেটওয়ার্কের প্রধাণ জগদীশ চন্দ্রর বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ভারত এবং পাকিস্তানের মৈত্রী স্থাপনের চেষ্টায় সম্প্রচারিত জি-এর ‘জিন্দেগি’ চ্যানেলটি৷ এই চ্যানেলেই বিভিন্ন সিরিয়ালে কাজ করেন বহু পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা৷ সম্প্রতি জগদীশ চন্দ্র দাবি করেছেন, উরিতে জঙ্গি হামলার পর উনি ব্যক্তিগতভাবে পাকিস্তানি শিল্পীদের জানিয়েছিলেন গোটা ঘটনার বিরোধিতায় মুখ খোলার জন্য৷ পাশাপাশি, শহিদদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করার জন্যও অনুরোধ করেছিলেন তিনি৷ কিন্তু আলি জাফর, মাহিরা খান, ফওয়াদ খানের মতো অভিনেতা-অভিনেত্রীরা এই কাজ করতে অস্বীকার করেন৷
এখন প্রশ্ন, শিল্পীদের তো সংবেদনশীল হওয়ার কথা! যে কোনও মৃত্যু তাঁদের মনে গভীর প্রভাব ফেলতে পারে বলেই সকলে মনে করেন৷ তবে কি ভারতীয় সেনাদের মৃত্যু পাক শিল্পীদের মনে কোনওভাবেই প্রভাব ফেলতে পারেনি?
The post উরি হামলার নিন্দা করতে অস্বীকার করেছিলেন ফওয়াদরা! appeared first on Sangbad Pratidin.