shono
Advertisement

উরি হামলার নিন্দা করতে অস্বীকার করেছিলেন ফওয়াদরা!

তবে কি ভারতীয় সেনাদের মৃত্যু পাক শিল্পীদের মনে কোনওভাবেই প্রভাব ফেলতে পারেনি? The post উরি হামলার নিন্দা করতে অস্বীকার করেছিলেন ফওয়াদরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:47 PM Sep 29, 2016Updated: 02:17 PM Sep 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা ফওয়াদ খানের পাকিস্তানে ফিরে যাওয়ার ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে ভারতে৷ উরি হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুর পর দেশে পাকিস্তানি শিল্পীদের থাকার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ বিবৃতির ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি শিল্পী এবং কলা-কুশলীর ভারত ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে৷ আর এই ঘটনার পরেই চুপিসারে দেশ ছাড়েন ফওয়াদ৷ ফওয়াদের ভারত ছাড়ার ঘটনাটিকে দেশেরই সংবেদনশীল মহলের একাংশ ভাল চোখে দেখেননি৷ এই নিয়ে বহু বিতর্কও তৈরি হয়েছিল৷ ‘শিল্পীর কোনও দেশ হয়না’! এই ধরনের মন্তব্যও ভেসে আসছিল বিভিন্ন মহল থেকে৷

Advertisement

কিন্তু এবার জি নেটওয়ার্কের প্রধাণ জগদীশ চন্দ্রর বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ভারত এবং পাকিস্তানের মৈত্রী স্থাপনের চেষ্টায় সম্প্রচারিত জি-এর ‘জিন্দেগি’ চ্যানেলটি৷ এই চ্যানেলেই বিভিন্ন সিরিয়ালে কাজ করেন বহু পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা৷ সম্প্রতি জগদীশ চন্দ্র দাবি করেছেন, উরিতে জঙ্গি হামলার পর উনি ব্যক্তিগতভাবে পাকিস্তানি শিল্পীদের জানিয়েছিলেন গোটা ঘটনার বিরোধিতায় মুখ খোলার জন্য৷ পাশাপাশি, শহিদদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করার জন্যও অনুরোধ করেছিলেন তিনি৷ কিন্তু আলি জাফর, মাহিরা খান, ফওয়াদ খানের মতো অভিনেতা-অভিনেত্রীরা এই কাজ করতে অস্বীকার করেন৷

এখন প্রশ্ন, শিল্পীদের তো সংবেদনশীল হওয়ার কথা! যে কোনও মৃত্যু তাঁদের মনে গভীর প্রভাব ফেলতে পারে বলেই সকলে মনে করেন৷ তবে কি ভারতীয় সেনাদের মৃত্যু পাক শিল্পীদের মনে কোনওভাবেই প্রভাব ফেলতে পারেনি?

The post উরি হামলার নিন্দা করতে অস্বীকার করেছিলেন ফওয়াদরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement