shono
Advertisement

এই চার রাশির জাতকদের চলতি সপ্তাহটা দারুণ কাটবে

দেখে নিন ১০ জুন থেকে ১৬ জুনের রাশিফল। The post এই চার রাশির জাতকদের চলতি সপ্তাহটা দারুণ কাটবে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:39 PM Jun 10, 2018Updated: 08:31 PM Aug 21, 2018
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন আজ রবিবার থেকে আগামী শনিবার আপনার ভাগ্যে কী কী রয়েছে।
এরিস

Advertisement

সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য বেশ লাভজনক। দেশে তো বটেই বিদেশেও ফুলে-ফেঁপে উঠবে ব্যবসা। তবে প্রত্যাশার থেকে তার গতি খানিকটা কম হতে পারে। সঞ্চয় বাড়বে। নতুন প্রকল্প শুরু করা কিংবা নতুন সুযোগের হাতছানি থাকবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত নিন। বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে।
টরাস 

নিজের সার্বিক বিকাশ নিয়ে সপ্তাহের শুরু থেকেই চিন্তায় থাকবেন। নানাভাবে নিজেকে সমাজের সামনে মেলে ধরার চেষ্টা করবেন। তার জন্য প্রশংসাও কুড়োবেন। বুধবারের পর থেকে ভাই-বোন ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তাঁদের চাহিদা, প্রত্যাশা আপনার কাছে আরও স্পষ্ট হবে। সাফল্যের সিঁড়ি চড়ার প্রকৃষ্ট সময়। ব্যবসায়ীরা ভাল গ্রাহক পাবেন। সম্পর্কে একধাপ এগোনো বা বিয়ে পাকা হওয়ার সম্ভাবনা প্রবল।

[আপনার সঙ্গীর ভালবাসা খাঁটি তো? বলে দেবে রাশিফল]

জেমিনি

চুটিয়ে শপিং করবেন। শৌখিন দ্রব্যে অর্থ খরচ হবে। তাই অকারণ অর্থ ব্যয়ের আগে আবার ভাবুন। সঞ্চয়ে মনোনিবেশ করা জরুরি। অর্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ায় বাধার সম্ভাবনা রয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ভাল সময় কাটাবেন। বিদেশ সংযোগে পেশাদারি উন্নতির সম্ভাবনা।

 

ক্যান্সার

এ সপ্তাহেই দারুণ একটি সুখবর পাবেন। যা আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। অর্থবান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে এই সপ্তাহে। ব্যবসায় বড়সড় লাভের সম্ভাবনা। পরিবারের সঙ্গে হাসিখুশি সময় কাটানোর সুযোগ। দাম্পত্য কলহে জড়াতে পারেন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। তাহলেই সংসারে শান্তি বজায় থাকবে। প্রেমিক যুগলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে।
লিও

গত সপ্তাহটা বিশেষ ভাল না গেলেও এই সপ্তাহটা দারুণ কাটবে। অর্থলাভের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে কদর বাড়বে। দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হবে। ব্যক্তিগত কিংবা পেশাগত কারণে বিদেশের সঙ্গে যোগাযোগ হতে
পারে। প্রেমের ক্ষেত্রেও স্বপ্ন পূরণের ইঙ্গিত।
ভার্গো

ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি বাড়ার সম্ভাবনা। কোনও তীর্থস্থান দর্শনেও যেতে পারেন। এর মাধ্যমেই কাজে আরও মনোযোগী হয়ে উঠবেন। নতুন নতুন চিন্তা মাথাচাড়া দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ হতে পারে। তেমনটা হলে উজ্জ্বল হবে ভবিষ্যৎ। সপ্তাহের শেষের দিকে উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ খরচ করে ফেলবেন এই সপ্তাহে। অর্থ নিয়ে হুটহাট কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

[কোন বয়সে বিয়ে করা উচিত? কী বলছে আপনার রাশিফল?]

লিব্রা

বিশ্বস্ত মক্কেল কিংবা ক্রেতাদের থেকে ভাল উপার্জন করবেন ব্যবসায়ীরা। কাজে ঢিলেমি দিলে আপনারই ক্ষতি। ভাগ্য আপনার পাশেই আছে, দরকার শুধু সঠিক পরিশ্রমের। বুধবারের পর নতুন সুযোগ দরজায় টোকা মারতে পারে। নতুন মানুষজনের সঙ্গে আলাপ হবে। তবে সম্পর্ক গড়ে তোলার আগে সতর্ক থাকবেন। প্রবীণদের ক্ষেত্রে স্বাস্থ্যে সামান্য অবনতি ঘটতে পারে। দাঁতে ব্যথা কিংবা বাতের যন্ত্রণা ভোগাতে পারে। পেন-কিলার না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।
স্করপিও

দাম্পত্য জীবন বিশেষ মসৃণ হবে না। তর্ক ও ঝগড়ার কারণে মেজাজ বিগরোতে পারে। ঠান্ডা মাথায় সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষণ স্পষ্ট। নতুন চিন্তাশক্তিকে কাজে উন্নতি ঘটবে। যাঁরা একা আছেন, তাঁদের সহকর্মীদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে সবদিক বিচার করেই এগোবেন।

 

স্যাজিটেরিয়াস

নিজের শৌখিনতা জাহির করার এটাই সুযোগ। সঞ্চয়ে মনোযোগী হয়ে উঠবেন। কেরিয়ারে উচ্চাকাঙ্ক্ষার সম্ভাবনা রয়েছে। ভাল কাজে চাকরি পাকা হতে পারে এ সপ্তাহেই। শ্বশুরবাড়ি থেকে মূল্যবান উপহার উঠতে পারে আপনার হাতে। বিবাহিত হলে সপ্তাহটাকে ভালভাবে উপভোগ করুন। নারী ভাগ্যে খ্যাতি অর্জনের সুযোগ রয়েছে। সহকর্মীদের সৌজন্যে ব্যবসায় উন্নতি হবে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।
ক্যাপ্রিকর্ন

সিঙ্গলদের জন্য সপ্তাহটা মন্দ নয়। বন্ধুর সঙ্গে সম্পর্কে এগোতে চাইলে এটাই সেরা সময়। দম্পতিরা একে অপরের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। বৃষ্টির দিকে লং ড্রাইভ হতেই পারে। তবে বৃহস্পতিবার থেকে দাম্পত্যে মনোমালিন্য হতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। কাজে আরও মনোযোগী হয়ে উঠবেন। আচমকা অর্থযোগের সম্ভাবনা না থাকলেও আর্থিক সমস্যায় পড়বেন না। কেরিয়ারে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে।

[শরীরের কোন অংশে ট্যাটুতে মঙ্গল, জানাবে আপনার রাশিফল]

অ্যাকোয়ারিয়াস

স্বপ্ন দেখতে কারই না ভাল লাগে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলে বোধহয় আরও ভাল লাগে. পরিকল্পনা মাফিক অর্থ লগ্নি করে সেই স্বপ্ন পূরণের দিকে একধাপ পা বাড়াতেই পারেন। নতুন ইলেট্রনিক দ্রব্য কেনার যোগ রয়েছে। তবে অকারণ অর্থ খরচ থেকে বিরত থাকুন। এতে ঋণের বোঝায় জর্জরিত হতে পারেন। স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে। বাড়িতে ভাল সময় কাটান। সমস্যা থেকে দূরে থাকতে মাথা ঠান্ডা রাখুন।
পাইসেস

সিঙ্গলরা পুরনো কোনও বন্ধুর দেখা পেতে পারেন। কফি শপে বসে পুরনো স্মৃতি তাজা করার এই আদর্শ সময়। যাঁরা সম্পর্কে রয়েছে, তাঁরা বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলতেই পারেন। সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সুস্থ-স্বাভাবিকই কাটবে সপ্তাহটা। তবে ডায়াবেটিসে আক্রান্তদের একটু সতর্ক থাকতে হবে।
অর্থাৎ অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে টরাস, লিও, ভার্গো ও স্যাজিটেরিয়াসদের এই সপ্তাহটা ভালই কাটবে।

The post এই চার রাশির জাতকদের চলতি সপ্তাহটা দারুণ কাটবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার