সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল।
মেষ রাশি: আজকে আপনি অস্বস্তির মধ্যে পড়তে পারেন। কিন্তু কঠিন অবস্থা থেকে পালাবেন না। মোকাবিলা করুন। কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করুন। বাড়ির গুরুজনদের কথা শুনুন। অযথা তর্ক করতে যাবেন না।
বৃষ রাশি: আজকে না বলতে শিখুন। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে প্রিয়জনের সঙ্গে সময় কাটান। যা কিছু ঘটছে তা আটকাবার চেষ্টা করবেন না। সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
মিথুন রাশি: কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। কথাবার্তায় সংযত হন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে দু'বার ভাবুন। স্বাস্থ্য ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে দিনটি ভালোই যাবে।
কর্কট রাশি: চাকরিস্থান পরিবর্তন হতে পারে। সহকর্মীদের সাহায্য পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে। স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন। পারিবারে শান্তি থাকবে।
সিংহ রাশি: আপনার স্বযত্নেলালিত স্বপ্নে সত্যে পরিণত হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। দিনের শেষে পরিবারকে সময় দিন।
কন্যা রাশি: কাজের শেষে অনেকটা সময় পাবেন। গয়নায় করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। প্রেমের জীবন ভালোই কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন।
তুলা রাশি: অসুস্থতা কেটে যাবে। স্বাস্থ্যের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। সমস্যার সমাধানে কথা বলুন। না হলে তা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি: আজকের দিনে আবেগপ্রবণ হবেন না। বাড়িতে অতিথি আসতে পারেন। অতিরিক্ত খরচের জন্য অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হতে পারে। নিজের জন্য সময় বার করুন। দিনের শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
ধনু রাশি: কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। একাধিক উৎস থেকে আয় হতে পারে। নিজের জন্য সময় বার করে কোথাও ঘুরতে যান।
মকর রাশি: অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে খেয়াল দিন। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটান। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও উন্নতি হবে।
কুম্ভ রাশি: আপনার ব্যবহার সকলে মুগ্ধ করবে। আজ আর্থিক সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে হালকা চাপ থাকতে পারে। তবে নিজের বুদ্ধিবলে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। স্ত্রীর স্বাস্থ্য আপনাকে চিন্তায় রাখবে।
মীন রাশি: মনে শান্তি থাকবে। এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যা আপনার স্মৃতিকে চাঙ্গা করবে। স্বাস্থ্য ভালোই থাকবে।
