সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ রাজযোগ হল একটি শুভ এবং ফলদায়ক যোগ। এটি পাঁচটি নির্দিষ্ট গ্রহের (মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি) বিশেষ অবস্থানের কারণে তৈরি হয়। এই যোগ জন্মছকে থাকলে ব্যক্তিকে জীবনে উচ্চ পদ, খ্যাতি, সম্পদ এবং অসাধারণ ব্যক্তিত্ব এনে দেয়। এই যোগ তখনই তৈরি হয় যখন পাঁচটি গ্রহের মধ্যে যেকোনও একটি গ্রহ স্বরাশি বা উচ্চস্থ রাশিতে অবস্থান করে। এছাড়া জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থানে অর্থাৎ ১ম, ৪র্থ, ৭ম বা ১০ম ঘরে অবস্থান করলে এই রাজযোগ তৈরি হয়। জন্মলগ্নের সাপেক্ষে কয়েকটি রাশিতে আজ এই রাজযোগ তৈরি হবে। দু'ঘন্টা অবধি এই যোগ স্থায়ী হতে পারে। এর ফলে নির্দিষ্ট কয়েকটি রাশিতে এর দারুণ প্রভাব থাকবে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে উত্থান-পতন লেগে থাকবে। নিজের উপর বিশ্বাস রেখে সিদ্ধান্ত নিন। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন।
বৃষ রাশি: জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা বাড়তে পারে। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। দিনের মধ্যভাগে কোনও খারাপ খবর পাওয়ার সম্ভাবনা।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রকাশ পাবে। পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পিতা-মাতার শরীর ভালো যাবে না।
কর্কট রাশি: চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। বাড়িতে কোনও সুখবর আসতে পারে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
সিংহ রাশি: পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাব পড়বে। বাড়িতে কোনও অপ্রত্যাশিত ভালো খবর আসতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য মিলবে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। গবেষণায় সাফল্য।
কন্যা রাশি: আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: নতুন গৃহনির্মাণের পরিকল্পনা। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। কোনওরকম প্রলোভনে পা দিলেই বিপদে পড়বেন। পরিবারে দায়িত্ব বাড়বে।
বৃশ্চিক রাশি: পেশাগত জীবনে সাফল্য পাবেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। নিজের ব্যবসা শুরু করলে লাভ পাবেন। সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ উজ্জ্বল হবে।
ধনু রাশি: পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। গাড়ি কেনার শুভ যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা বন্ধ করুন।
মকর রাশি: নিজেকে পালটাবার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ। অযাচিত ভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। ভ্রমণের যোগ রয়েছে।
কুম্ভ রাশি: ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।
মীন রাশি: কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। গবেষণায় সাফল্য পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।
