সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে মানেই হাজারো আয়োজন। আর সবটাই পালন করতে হয় নিখুঁত ভাবে। কারণ, এই সব কিছুর উপর শুভ-অশুভ নির্ভর করে। শুধু তাই নয়। নবদম্পতির আগামী জীবন সুখের হয়। চিরকাল অটুট থাকে ভালোবাসার বন্ধন। এই আচার পালনের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হল বাসর ঘর। জ্যোতিষশাস্ত্র মতে, ফুলশয্যার ঘরটি বাস্তু নিয়ম (Vastu Tips) মেনে সাজালে নাকি নবদম্পতির জীবনে প্রেম অটুট থাকে সারাজীবন। শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে আগামী দিনগুলি। তবে, সবটাই করতে হবে জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে। ঠিক কী সেই নিয়ম?
ফুলশয্যার ঘরে বিছানার দিক ও অবস্থান নবদম্পতির জীবনে মারাত্মক প্রভাব বিস্তার করে। বাস্তু মতে, বেডরুম হওয়া উচিত বাড়ির উত্তর-পশ্চিম (বায়ু কোণ) বা দক্ষিণ-পশ্চিম (নৈঋত কোণ) দিকে। এই কোণ নববিবাহিতের জীবনে ভালোবাসার সঞ্চার করে। একই সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ায়। বিছানা কখনওই যেন দরজার ঠিক সামনে না থাকে। আর মাথা রাখবেন দক্ষিণ দিকে। এতে জীবনে কোনও দুশ্চিন্তা তৈরি হবে না। পারিবারিক সম্পর্ক মজবুত থাকবে। বিছানার নিচে কোনও জিনিস রাখবেন না। এটি নেগেটিভ এনার্জি আকর্ষণ করতে পারে।
ঘর সাজাতে হালকা গোলাপি (প্রেমের রং), হালকা হলুদ, ক্রিম বা সবুজ রং ব্যবহার করুন। বেডরুমে কালো, ধূসর বা অতিরিক্ত গাঢ় রং এড়িয়ে চলুন। এই রংগুলি প্রেমের গ্রহ শুক্র-এর শুভ প্রভাব বাড়িয়ে তোলে।
আয়না যেন বিছানার ঠিক উলটো দিকে না থাকে। ঘুমের সময় নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া পড়তে পারে বলে মনে করা হয়। আয়না রাখতে হলে এমন জায়গায় রাখুন যেন ঘুমের সময় তা ঢাকা থাকে।
ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস খেলতে পারে সেদিকে নজর রাখবেন। হালকা সবুজ বা নীল রঙের আলো ব্যবহার করুন। রাতে ডিম লাইট বা ল্যাম্প ব্যবহার করুন। খুব তীব্র বা সাদা আলো এড়িয়ে চলুন। ঘরে নিজের একা কোনও ছবি রাখবেন না। সবসময় নবদম্পতির একসাথে হাসিখুশি ছবি বা প্রেমের প্রতীক (যেমন - জোড়া হাঁস, লাভ বার্ডস, রাধা-কৃষ্ণের মূর্তি) রাখুন।
ফুলশয্যার রাতে টাটকা গোলাপ, কিংবা গন্ধরাজ ফুল ব্যবহার করুন। ফুলের সুগন্ধ মনকে রূপকথার রাজ্যে নিয়ে যাবে।
জলীয় কোনও জিনিস, যেমন অ্যাকোয়ারিয়াম বা ফাউন্টেন শোবার ঘরে একদম রাখবেন না। এটি আবেগগত অস্থিরতা বাড়াতে পারে। বাস্তু ও জ্যোতিষের এই নিয়মগুলি মেনে চললে দাম্পত্য জীবনে শুধু প্রেম নয়; সুখ, শান্তি এবং সৌভাগ্যও উপচে পড়বে।
