shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

৩০ নভেম্বর- ৬ ডিসেম্বর ২০২৫ Horoscope: বন্ধু নির্বাচনের আগে সতর্ক হতে হবে বৃষ রাশিকে, বাকিদের কেমন কাটবে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:06 AM Nov 30, 2025Updated: 02:02 PM Nov 30, 2025

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় বুধ, বৃশ্চিকে রবি, মঙ্গল এবং শুক্র, কুম্ভে রাহু এবং মীনে চন্দ্র ও শনি। ৫ ডিসেম্বর মিথুনে বক্রী বৃহস্পতি প্রবেশ করবে। ৬ ডিসেম্বর ৮.৪৬ মিঃ বুধ বৃশ্চিকে যাবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। অংশীদারী ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। ব‌্যবসায় উল্লেখযোগ‌্য উন্নতির যোগ নেই। পারিবারিক সমস‌্যা মেটানোর জন‌্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। বিশ্ববিদ‌্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। বন্ধুর সাহাযে‌্য নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। অপরিচিত ব‌্যক্তির পরামর্শে কোনও অর্থ বিনিয়োগ না করাই ভালো।

বৃষ

পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। নতুন গৃহনির্মাণের ক্ষেত্রে অার্থিক সংস্থা থেকে সম্পর্ক নষ্ট হতে পারে। ব‌্যবসায় বড় কোনও পদক্ষেপ করার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। নতুন গৃহনির্মাণের ক্ষেত্রে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। নববিবাহিতদের দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। পারিবারিক খরচ কমানোর চেষ্টা করুন। রক্ষণশীল মনোভাব ত‌্যাগ করার চেষ্টা করুন। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক মতবিরোধ দূর হতে পারে। জীবনে নতুন বন্ধু আসতে পারে। তবে বন্ধু নির্বাচনের আগে সতর্কতা বাঞ্ছনীয়।

মিথুন

কাজের ক্ষেত্রে প্রত‌্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। দাম্পত‌্য জীবনে কিছু সমস‌্যার জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফলে‌্যর জন‌্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে। গুপ্ত শত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। অংশীদারী ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অত‌্যন্ত সতর্ক থাকুন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে।

কর্কট

সপ্তাহের প্রারম্ভে এই রাশির ব‌্যবসায়ীদের ব‌্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা। এই সময় পারিবারিক জীবন অত‌্যন্ত সুখের হবে। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। নতুন যানবাহন কেনার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। বাড়িতে মূল‌্যবান সামগ্রী খুব সাবধানে রাখুন। লটারিতে কিছু অর্থ হাতে আসতে পারে। তবে লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করবেন না। খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন। মায়ের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর ফলে সরকারি চাকরির সুযোগ আসবে। দূর ভ্রমণ এখন না করাই শ্রেয়।

সিংহ

সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। সন্তানের পড়াশোনায় অন‌্যমনস্কভাব থাকলেও পরীক্ষায় সাফল‌্য লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধের জন‌্য সম্পর্ক ছেদ হতে পারে। আমদানি-রফতানি ব‌্যবসায় উন্নতির যোগ। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে কিছু সমস‌্যা থাকলেও আলোচনার মাধ‌্যমে সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অনে‌্যর কথায় প্রভাবিত হয়ে প্রতিবেশীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন।

কন্যা

কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি ও সাফল‌্য লক্ষ‌্য করা যায়। ছোট ব‌্যবসায়ীরা তাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। কন‌্যাসন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখাতে পারেন। আপনার ভালমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। আপনার ব‌্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন।

তুলা

এই সপ্তাহে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপর করবেন না। ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, কফ ও ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর অবধি গড়াতে পারে। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।

বৃশ্চিক

বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে‌্যর যোগ ও কর্মপ্রাপ্তি। ব‌্যবসায়ীদের এই সময় বকেয়া টাকা আদায়ের যোগ লক্ষ‌্য করা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। জীবনযাত্রার মান বৃদ্ধির জন‌্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিরোধ বহুদূর অবধি গড়াতে পারেন। বয়স্করা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন। বাবা-মার একাকিত্ব দূর করার জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।

ধনু

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী গৃহে সুখশান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকলেও বন্ধুবান্ধবের সহায়তায় আবার ঘুরে দঁাড়াতে পারবেন। এই সময় অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। বন্ধুবান্ধবের অন‌্যায় কাজকে সমর্থন করবেন না। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণের ব‌্যবস্থা হয়ে যাবে। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে।

মকর

কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস‌্যা থাকবে, তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। সাহিত‌্য-সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুযোগ বৃদ্ধি পাবে এবং সমাজে নাম করতে পারবেন। ভবিষ‌্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায‌্য করবে। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে‌্য খারাপ হতে পারে। জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। এই সময় পেটের গোলমাল ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।

কুম্ভ

সপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। আপনার মধুর ব‌্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছে সম্মান পাবেন। ব‌্যবসায়ীরা মানসিক শান্তির জন‌্য ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন‌্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। এতে একাকীত্ব অনেকাংশে কম হবে। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে।

মীন

আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফলে‌্যর জন‌্য আপনার মুখ উজ্জ্বল করবে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির জন‌্য নিকট আত্মীয়ের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। চল্লিশোর্ধ্ব জাতক-জাতিকারা ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকবেন। শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত‌্য কলহে মানসিক চাপ বাড়তে পারে। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে মেয রাশির।
  • সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন মকর রাশির জাতক-জাতিকারা।
  • আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ মীন রাশির।
Advertisement