সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: আজকে সময়ের ব্যাপারে সচেতন হন। অফিসের কাজ সঠিক সময়ে শেষ করুন। পরিবারের সঙ্গে সময় কাটান। সঙ্গীর প্রতি সৎ থাকুন। স্বাস্থ্য ভালোই থাকবে। অর্থনৈতিক অবস্থাও ঠিক থাকবে।
বৃষ রাশি: কোনও কঠিন পরিস্থিতিতে হাল ছাড়বেন না। নিজের উপর আস্থা রাখুন।
গুরুজনদের অসম্মান করবেন না। বেশি দায়িত্ব নিতে যাবেন না। নিজের কথা ভাবুন। আগের করা বিনিয়োগ থেকে অর্থ লাভ হতে পারে।
মিথুন রাশি: হঠাৎ কোনও খবর পরিবারে খুশির হাওয়া নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন সময় সব ঠিক করে দেয়।
কর্কট রাশি: আজকের দিন অনেক প্রশ্নের উত্তর নিয়ে আসবে। আগে থেকে করা বিনিয়োগ থেকে অর্থ লাভ হতে পারে। আত্মীয়দের থেকে সুখবর পাবেন। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন। দিনের শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
সিংহ রাশি: অন্যদের প্রতি মনে বিদ্বেষভাব পোষণ করবেন না। কথাবার্তায় সংযত হন। সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। না হলে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
কন্যা রাশি: স্বাস্থ্যের যত্ন নিন। কোনও কিছুতে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। কাউকে ঋণ দিয়ে থাকলে আজকে তা ফেরত পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে। স্ত্রী বা সঙ্গীর সঙ্গে সময় কাটান।
তুলা রাশি: পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পুরনো ভালোবাসার সম্পর্ক জোড়া লাগার যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য খারাপ হতে পারে। যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না সেই কথা দেবেন না। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি: দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলে আজ শরীর ঠিক হবে। স্ত্রীর সঙ্গে আর্থিক আলোচনা ফলপ্রসূ হবে। অংশীদারি প্রকল্প থেকে ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
ধনু রাশি: স্বাস্থ্য ভালোই থাকবে। অতিরিক্ত খরচ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতি হবে। বসের প্রশংসা পেতে পারেন। আজকে বুঝতে পারবেন কোন কাজটি আপনার জীবনে ইতিবাচক ফল নিয়ে আসে।
মকর রাশি: জীবনের কঠিন পদক্ষেপ তাড়াহুড়োর মধ্যে নেবেন না। নিজের জন্য সময় বার করে নিন। একান্তে সময় কাটান। অত্যাধিক খরচে লাগাম টানুন। না হলে এই স্বভাব সংসারে অশান্তি তৈরি করতে পারে।
কুম্ভ রাশি: বাচ্চাদেরকে সময় দিন। আর্থিক অবস্থা ভালোই থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকলে কেটে যাবে। সামাজিক সম্মানবৃদ্ধি পাবে। উচ্চস্তরের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে।
মীন রাশি: বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে দু'বার ভাবুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সন্ধ্যা কাটবে। পরিবারে শান্তি বজায় থাকবে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন।
