shono
Advertisement
Ajker Rashifal

৪ নভেম্বর রাশিফল: আর্থিক ক্ষেত্রে ক্ষতি, মানসিক অস্থিরতায় ভুগবে এই রাশি

জেনে নিন আজকের রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 12:26 AM Nov 04, 2025Updated: 12:14 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজ ফল পাবে। আর্থিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো মজবুত হবে। ছোটখাটো শারীরিক সমস্যা এড়িয়ে যাবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

বৃষ রাশি: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারে পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। সংযত হয়ে কথাবার্তা বলুন। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি: আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। গৃহে শান্তি বজায় থাকবে। ছটখাটো ভ্রমণের সুযোগ মিলতে পারে। 

কর্কট রাশি: পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক টানাপড়েন দেখা দেবে। দুশ্চিন্তা এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো যাবে না। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন। 

সিংহ রাশি: আর্থিক লাভের সম্ভাবনা আছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন। সঞ্চয়ের চেষ্টা করুন। 

কন্যা রাশি: নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। গাড়ি চালকরা সাবধানে গাড়ি চালান। চিকিৎসায় খরচ বৃদ্ধির সম্ভাবনা। 

তুলা রাশি: ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো খবর পাবেন। অতিরিক্ত অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা।  

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। 

ধনু রাশি: আর্থিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের লক্ষ্যে স্থির থাকুন। মানসিক অস্থিরতায় ভোগার সম্ভাবনা। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা। 

মকর রাশি: মানসিক চাপ বাড়বে। পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। সুগারের রোগীরা নিয়ম মেনে চলুন। 

কুম্ভ রাশি: সামাজিক পরিচিত বাড়বে। আর্থিক লাভের যোগ রয়েছে। কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।

মীন রাশি: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। নিজের মানসিক শান্তির জন্য কিছুটা সময় নিন। গৃহে কোনও পুজোর ব্যবস্থা করতে পারেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন। গৃহে শান্তি ও আনন্দ থাকবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে।
  • জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
  • জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
Advertisement