সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক(Ajker Rashifal)।
মেষ রাশি: ক্রোধ সংবরণ করুন। জীবিকার ক্ষেত্রে সন্তানের ভাগ্য অনুকূল। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় ব্যয় বৃদ্ধি। ভ্রমণের জন্য দিনটি অশুভ।
বৃষ রাশি: বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য কোনও বড় সুযোগ আসবে।
মিথুন রাশি: পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। অসৎ সঙ্গ পরিত্যাগ করুন। নিজের চিন্তাভাবনা পালটান। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন।
কর্কট রাশি: সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। দিনের মধ্য ভাগের পর কোনও গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন না। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
সিংহ রাশি: কর্মস্থলে উচ্চপদস্থ কোনও ব্যক্তি দ্বারা সম্মান লাভ। কর্মে পদোন্নতি ও অর্থলাভ। গৃহে শান্তি বজায় থাকবে। গাড়ি কেনার যোগ রয়েছে। সঞ্চয় বাড়বে।
কন্যা রাশি: কোনও ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি অশুভ। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। গুরুজনদের প্রতি মনযোগ দিন।
তুলা রাশি: পিতা-মাতার শরীর ভালো যাবে না। সন্তানের জন্য খরচ বাড়বে। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেমের ব্যাপারে অবসাদ। ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি: লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দিন। জীবনে নতুন বন্ধু আসতে পারে।
ধনু রাশি: নিজেকে সংযত করুন। সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদে জড়াতে পারেন। মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। আর্থিক সমস্যায় পড়বেন। শারীরিক সমস্যায় কষ্ট পাবেন।
মকর রাশি: প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা মিটে যেতে পারে। বিবাহ নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করবেন না। জীবিকার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে।
কুম্ভ রাশি: নতুন চাকরি যোগ রয়েছে। নিজের ব্যক্তিত্ব দেখানোর সুযোগ পাবেন। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কর্মস্থলে নতুন দায়িত্ব বৃদ্ধি। জ্বর-সর্দিতে ভোগার সম্ভাবনা।
মীন রাশি: গাড়ি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। স্বাস্থ্যের অবনতি হবে। শরীরের দিকে নজর দিন। সন্তানের জন্য উদ্বেগ।
