shono
Advertisement
Astro Guide

২০২৬ সালে ঘরে আসছে নতুন অতিথি? পঞ্জিকা অনুযায়ী দেখে নিন নামকরণের শুভ লগ্ন

২০২৬ সালে যারা নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন বা যাদের বাড়িতে সদ্যজাতের আগমন ঘটেছে, তাদের সুবিধার্থে গণনা অনুসারে বছরের ১২ মাসের পূর্ণাঙ্গ শুভ লগ্ন তুলে ধরা হল।
Published By: Buddhadeb HalderPosted: 08:10 PM Jan 17, 2026Updated: 08:10 PM Jan 17, 2026

সনাতন ঐতিহ্যে সন্তানের নামকরণ বা 'নামকরণ সংস্কার' কেবল একটি পারিবারিক অনুষ্ঠান নয়। এটি শিশুর ভবিষ্যৎ জীবনের এক গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর। জ্যোতিষশাস্ত্র মতে, সঠিক নক্ষত্র এবং শুভ লগ্নে নামকরণ করলে শিশুর জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। ২০২৬ সালে যারা নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন বা যাদের বাড়িতে সদ্যজাতের আগমন ঘটেছে, তাদের সুবিধার্থে গণনা অনুসারে বছরের ১২ মাসের পূর্ণাঙ্গ শুভ লগ্ন তুলে ধরা হল।

Advertisement

কেন শুভ লগ্ন জরুরি?
জ্যোতিষীদের মতে, নামকরণের মুহূর্তটি মহাজাগতিক শক্তির সঙ্গে শিশুর সংযোগ স্থাপন করে। শুভ লগ্নে নামকরণ শিশুর মানসিক স্থিতিশীলতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে। লগ্ন ও চন্দ্রের অনুকূল অবস্থান শিশুর বৌদ্ধিক বিকাশেও সহায়ক হয়।

মাস অনুযায়ী শুভ তারিখ ও সময়
জানুয়ারি ২০২৬
৫ জানুয়ারি: সকাল ১০:৩০ – দুপুর ১২:৩০
১৭ জানুয়ারি: সকাল ৯:০০ – দুপুর ১১:০০
২৮ জানুয়ারি: সকাল ১১:০০ – দুপুর ১:০০

ফেব্রুয়ারি ২০২৬
৬ ফেব্রুয়ারি: সকাল ৮:৩০ – দুপুর ১১:০০
১৫ ফেব্রুয়ারি: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
২৬ ফেব্রুয়ারি: সকাল ৯:৩০ – দুপুর ১২:০০

মার্চ ২০২৬
৪ মার্চ: সকাল ৯:০০ – দুপুর ১১:৩০
১৩ মার্চ: সকাল ১০:০০ – দুপুর ১২:০০
২৪ মার্চ: সকাল ৮:৩০ – সকাল ১১:০০

এপ্রিল ২০২৬
২ এপ্রিল: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
১২ এপ্রিল: সকাল ৯:৩০ – সকাল ১১:৩০
২৩ এপ্রিল: সকাল ১০:৩০ – দুপুর ১:০০

মে ২০২৬
৩ মে: সকাল ৯:০০ – সকাল ১১:৩০
১৪ মে: সকাল ১০:০০ – দুপুর ১২:০০
২৫ মে: সকাল ৮:৩০ – সকাল ১১:০০

জুন ২০২৬
৫ জুন: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
১৫ জুন: সকাল ৯:০০ – দুপুর ১১:০০
২৬ জুন: সকাল ১০:৩০ – দুপুর ১:০০

জুলাই ২০২৬
৪ জুলাই: সকাল ৯:৩০ – সকাল ১১:৩০
১৬ জুলাই: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
২৭ জুলাই: সকাল ৯:০০ – দুপুর ১১:০০

আগাস্ট ২০২৬
৫ অগাস্ট: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
১৪ অগাস্ট: সকাল ৯:৩০ – দুপুর ১১:৩০
২৫ অগাস্ট: সকাল ১০:৩০ – দুপুর ১:০০

সেপ্টেম্বর ২০২৬
৩ সেপ্টেম্বর: সকাল ৯:০০ – সকাল ১১:৩০
১৫ সেপ্টেম্বর: সকাল ১০:০০ – দুপুর ১২:০০
২৬ সেপ্টেম্বর: সকাল ৮:৩০ – সকাল ১১:০০

অক্টোবর ২০২৬
৪ অক্টোবর: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
১৪ অক্টোবর: সকাল ৯:০০ – দুপুর ১১:৩০
২৫ অক্টোবর: সকাল ১০:৩০ – দুপুর ১:০০

নভেম্বর ২০২৬
৫ নভেম্বর: সকাল ৯:৩০ – সকাল ১১:৩০
১৫ নভেম্বর: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
২৬ নভেম্বর: সকাল ৯:০০ – দুপুর ১১:০০

ডিসেম্বর ২০২৬
৩ ডিসেম্বর: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০
১৪ ডিসেম্বর: সকাল ৯:৩০ – দুপুর ১১:৩০
২৫ ডিসেম্বর: সকাল ১০:০০ – দুপুর ১২:৩০

শেষ কথা
নামকরণ কেবল একটি পরিচয় নয়, এটি শিশুর আগামীর আশীর্বাদ। তাই সঠিক তিথি ও লগ্ন মেনে এই সংস্কার সম্পন্ন করলে তা শিশুর জীবনে নিরন্তর মঙ্গল বয়ে আনে বলে মনে করা হয়। অভিভাবকদের উচিত নিজেদের পারিবারিক পুরোহিত বা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement