shono
Advertisement
Astrology News

কোন তীর্থে হবে ঈশ্বরলাভ? জন্মতারিখ মিলিয়ে করুন মন্দির দর্শন

ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সংখ্যাতত্ত্বের রয়েছে গভীর যোগ।
Published By: Buddhadeb HalderPosted: 06:51 PM Nov 15, 2025Updated: 06:51 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীর্থে বেরোতে চান? ভালো কথা। প্রাচীন সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি মানুষের জন্মতারিখ কোনও না কোনও গ্রহের সঙ্গে সম্পর্কিত। ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সংখ্যাতত্ত্বের গভীর যোগ রয়েছে। এই সংখ্যাগুলোর সঙ্গে বিভিন্ন গ্রহের সম্পর্ক নির্ণয় করে ভাগ্য গণনা করা হয়। আবার দেবী দুর্গার ন'টি রূপের আরাধনা করে নবগ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। তাই, নিজের জন্মতারিখের নিরিখে আপনি তীর্থ করলে মিলবে শুভ ফল। দেবী দুর্গার একেকটি রূপের সঙ্গে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার সম্পর্ক রয়েছে। কিন্তু কোন সংখ্যায় কোন তীর্থে যাবেন তা আপনার জন্মতারিখই ঠিক করে দেবে।

Advertisement

কীভাবে? নিজের জন্মতারিখের সংখ্যা দুটি যোগ করুন। মনে করুন আপনার জন্মতারিখ হল ২৩। সেক্ষেত্রে ২+৩ বা ৫ হল আপনার তীর্থস্থান। এখন দেখে নিতে হবে ৫-এ কোন তীর্থ রয়েছে। গোটা ভারতজুড়ে এমন মোট ৯টি তীর্থের কথা এখানে তুলে ধরা হল। দুর্গার এই ন'টি রূপ ৯টি গ্রহের সঙ্গে সম্পর্কিত। ফলে, আপনার জন্মতারিখ ধরে তীর্থে গেলে পূণ্য অর্জন করবেন। নবগ্রহের অশুভ প্রভাব কাটবে। ঈশ্বরের আশীর্বাদ লাভ ও আধ্যাত্মিক শক্তি উন্নত হবে। কোন কোন পবিত্র স্থানে যাবেন? জেনে নিন।

কামাখ্যা মন্দির, অসম (১ নম্বর)
জন্মতারিখ: ১, ১০, ১৯, ২৮
গ্রহ: সূর্য
গুয়াহাটি কামাখ্যা মন্দির পরিদর্শন করুন। জুন মাসের অম্বুবাচী মেলা ও নবরাত্রিতে ভ্রমণ শুভ ফল দেয়।

মাতা বৈষ্ণো দেবী মন্দির, জম্মু ও কাশ্মীর (২ নম্বর)
জন্মতারিখ: ২, ১১, ২০, ২৯
গ্রহ: চন্দ্র
চৈত্র নবরাত্রিতে এই তীর্থে বেরিয়ে পড়ুন। এই তীর্থ ভ্রমণে পারিবারিক জীবনে সমৃদ্ধি আসে। মানসিক শান্তি লাভ হয়।

বিন্ধ্যবাসিনী দেবী মন্দির, উত্তরপ্রদেশ (৩ নম্বর)
জন্মতারিখ: ৩, ১২, ২১, ৩০
গ্রহ: বৃহস্পতি
৫১ শক্তিপীঠের অন্যতম তীর্থ বিন্ধ্যবাসিনী মন্দির। নবরাত্রি ও ভাদর্বী পূর্ণিমা তীর্থ করার সেরা সময়।

চণ্ডী দেবী মন্দির, হরিদ্বার (৪ নম্বর)
জন্মতারিখ: ৪, ১৩, ২২, ৩১
গ্রহ: রাহু
জীবনে নেতিবাচক শক্তির প্রভাব মুক্ত হতে নীল পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরটিতে ঘুরে আসুন। নবরাত্রি ও চৈত্র পূর্ণিমা তীর্থের সেরা সময়।

মনসা দেবী, হরিদ্বার (৫ নম্বর)
জন্মতারিখ: ৫, ১৪, ২৩
গ্রহ: বুধ
হরিদ্বারে অবস্থিত তিনটি সিদ্ধপীঠের একটি মনসা দেবী মন্দির। দেবীর আশীর্বাদ পেতে জন্মতারিখ মিলিয়ে এই মন্দিরে অবশ্যই ঘুরে আসুন।

চামুন্ডেশ্বরী দেবী, কর্নাটক (৬ নম্বর)
জন্মতারিখ: ৬, ১৫, ২৪
গ্রহ: শুক্র
মহীশূরের একটি বিখ্যাত মন্দির চামুন্ডেশ্বরী। জন্মতারিখ মিলিয়ে আপনার সংখ্যা যদি ৬ হয়, তাহলে এই তীর্থে অবশ্যই ঘুরে আসুন। সমৃদ্ধি ও সৌভাগ্যের নিয়ন্ত্রক এই দেবী।

আম্বাজি মাতা, গুজরাট (৭ নম্বর)
জন্মতারিখ: ৭, ১৬, ২৫
গ্রহ: কেতু
কেতুর অশুভ প্রভাব মুক্ত হতে ভ্রমণ করুন গুজরাটের আম্বাজি মাতার মন্দির।

কালীঘাট, পশ্চিমবঙ্গ (৮ নম্বর)
জন্মতারিখ: ৮, ১৭, ২৬
গ্রহ: শনি
শনির অশুভ প্রভাব থেকে মুক্ত হতে ৮ সংখ্যার জাতকেরা কালীঘাটে মায়ের দর্শন করে আসুন।

দক্ষিণেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ (৯ নম্বর)
জন্মতারিখ: ৯, ১৮, ২৭
গ্রহ: মঙ্গল
জীবনের সমস্ত প্রতিকূলতা দূর করতে ও আধ্যাত্মিক শক্তিকে উন্নত করতে ৯-এর জাতকেরা দক্ষিণেশ্বরে ঘুরে আসতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাচীন সংখ্যাতত্ত্ব অনুসারে, প্রতিটি মানুষের জন্মতারিখ কোনও না কোনও গ্রহের সঙ্গে সম্পর্কিত।
  • নিজের জন্মতারিখের নিরিখে আপনি তীর্থ করলে মিলবে শুভ ফল।
  • কোন সংখ্যায় কোন তীর্থে যাবেন তা আপনার জন্মতারিখই ঠিক করে দেবে।
Advertisement