shono
Advertisement

৩ থেকে ৯ মার্চের Horoscope: সংসারে শান্তি থাকবে? খরচ বেশি হবে না সঞ্চয়? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Posted: 10:30 AM Mar 03, 2024Updated: 10:30 AM Mar 03, 2024

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? কারা পাবেন সুসংবাদ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভ। এই সময়ে কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। শিক্ষার্থীদের জন‌্য সময়টি শুভ। সপ্তাহের মধ‌্যাহ্নে শারীরিক সমস‌্যা অনেকাংশে লাঘব হবে। বয়স্কদের তীর্থ ভ্রমণ হতে পারে। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন‌্য ভালো কাজের সুযোগ আসবে। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় এখনই কোনও বিনিয়োগ করবেন না। ভাই-বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।

বৃষ

বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে কোনও অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিন্যে যাবেন না। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকবেন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাঁদের ব‌্যবসায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সাফল‌্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রাশির শিক্ষার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা।

মিথুন

সপ্তাহের শুরুতে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। পারিবারিক জীবনে নানা সমস‌্যা থাকলেও আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবন মোটের উপর ভালো। যাঁরা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তাঁরা খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা। বাবার শারীরিক সমস‌্যার জন‌্য অর্থব‌্যয়। শিক্ষার্থীদের বিদ‌্যার জায়গা মোটের উপর ভালো।

কর্কট

চাকুরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতি। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সবদিক বিচার-বিবেচনা করে নেবেন। এই রশির জাতক-জাতিকাদের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করা জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কৃষিকার্যে অধিক লাভের সম্ভাবনা। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে।

সিংহ

সপ্তাহের শুরুতে আয়-ব‌্যয়ের সমতা ঠিক থাকবে না। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। ব‌্যবসায়ীকে ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। যাঁরা কর্মক্ষেত্রে টাকাপয়সা নিয়ে কাজ করেন, তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন।

কন্যা

খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায‌্য করবে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। ব‌্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। নিজের ব‌্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়।

তুলা

কর্মক্ষেত্রে হঠাৎ কোনও বড় পরিবর্তন আসতে চলেছে। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ছোট সন্তানের লেখাপড়ার দিকে বাড়তি নজর দিন। মাতৃকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব‌্যক্তিগত সমস‌্যার থেকে মুক্তি পাওয়ার জন‌্য বন্ধুর সাহায‌্য নিন। স্বার্থান্বেষী লোকেদের থেকে সতর্ক থাকুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। এই সময় জ্বর, সর্দিকাশি, পেটের গোলমালের জন‌্য কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক

সপ্তাহের প্রারম্ভে উপার্জনে মাঝেমধ্যে বিঘ্ন ঘটতে পারে। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজকর্মে লিপ্ত হোন। সপ্তাহের মধ‌্যভাগে খুব সতর্কভাবে চলতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। কাজের সূত্রে আপনার বিদেশে ভ্রমণের সুযোগ আসবে। উচ্চশিক্ষায় সন্তানের সাফল্যের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে ও সুনাম বৃদ্ধি পাবে। আমদানি-রফতানি ব‌্যবসায় এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না।

ধনু

সপ্তাহের অদ‌্যভাগে ভাগ‌্য আপনার সুপ্রসন্ন থাকবে। বন্ধুর সহায়তায় ব‌্যবসায় অভূতপূর্ব উন্নতি। খেলাধুলার জগতে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সন্তানদের লেখাপড়ার জন‌্য অতিরিক্ত চাপ দেবেন না। এতে তাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ব‌্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। ছাত্রছাত্রীদের বিদ‌্যালাভের জন‌্য বাড়তি পরিশ্রম করতে হবে। পারিবারিক ব‌্যবসায় উন্নতি লাভ সম্ভব। পারিবারিক অনুষ্ঠানে অপ্রিয় সত‌্য কথা বলে অপরের বিরাগভাজন হবেন না।

মকর

ঘটনাবহুল সপ্তাহ। কর্মক্ষেত্রে আপনার শ্রম ও বুদ্ধিমত্তার জন‌্য কর্মোন্নতি সম্ভব। বন্ধু-বান্ধবকে অর্থ ধার দিয়ে সমস‌্যা ডেকে আনবেন না। যানবাহন ক্রয়ের সুযোগ আসবে, তবে তার আগে নিজের অর্থনৈতিক অবস্থা যাচাই করে নেবেন। ছোট ব‌্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে বাড়তি বিনিয়োগ করবেন না। মা-বাবার শরীর মোটর উপর ভালোই যাবে। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে শুভ কর্মের জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে।

কুম্ভ

সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ থাকবে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তিতে থাকার চেষ্টা করুন। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন‌্য সম্পর্ক নষ্ট হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন‌্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ‌্যই যত্নবান থাকুন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের হাতের কাজের জন‌্য সরকারি স্বীকৃতি লাভ। পিতার স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধির যোগ আছে।

মীন

কর্মক্ষেত্রে বাধা-বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ‌ করা যায়। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। এই সময় বিশেষ কোনও পরিবর্তন জীবনে আসবে না। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবেন না। নব-বিবাহিতদের দাম্পত‌্য শান্তি অটুট থাকবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার