shono
Advertisement
Horoscope

দেব দীপাবলিতে বিশেষ যোগ! কোন কোন রাশির ভাগ্য চমকাবে?

এ দিন কয়েকটি রাশিতে রয়েছে অমৃতসিদ্ধি যোগ।
Published By: Buddhadeb HalderPosted: 06:53 PM Nov 04, 2025Updated: 06:53 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা শুভ পূর্ণিমাগুলির একটি। উদয়া তিথি অনুসারে, তিথিটি ২০২৫ সালে ৫ নভেম্বর, বুধবার পালিত হবে। এই দিনেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর নামক শক্তিশালী রাক্ষসকে বধ করেছিলেন। এই বিজয়ের আনন্দে দেবতারা স্বর্গ থেকে নেমে এসে প্রদীপ জ্বালিয়ে উৎসব করেন। তাই একে দেব দীপাবলি বলা হয়। আর এ দিন কয়েকটি রাশিতে তৈরি হবে অমৃতসিদ্ধি যোগ। এটি বিশেষ বার (সপ্তাহের দিন) এবং নক্ষত্রের (নক্ষত্রমণ্ডলী) সংযোগে গঠিত হয়। এই যোগে শুরু হওয়া যেকোনও কাজে সফলতা পাওয়া যায়। কোন কোন রাশিতে রয়েছে এই যোগ?

Advertisement

মেষ রাশি: কাজের ক্ষেত্রে নতুন গতি আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সাফল্যের মুখ দেখবে। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি গুরুত্ব পাবে। সম্পত্তি কেনার সুযোগ পাবেন।

বৃষ রাশি: পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বেশ লাভজনক। আর্থিক অবস্থা আরও মজবুত হবে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং মানসিক শান্তি লাভ করবেন।

সিংহ রাশি: আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে আসবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন। জমি, বাড়ি কিংবা গাড়ি কেনার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে। সম্মান ও খ্যাতি বাড়বে।

কন্যা রাশি: আপনার স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। এই যোগের প্রভাবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। সঞ্চয় বাড়বে। ব্যক্তিগত সম্পর্কের দিকে বিশেষ মনোযোগ দিন।

তুলা রাশি: সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। বিভিন্ন মহলে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। অংশীদারি ব্যবসায় সাফল্য মিলতে পারে। আর্থিক স্বচ্ছলতা বাড়বে। নতুন কোনও চুক্তি স্বাক্ষর করার জন্য আজকের দিনটি শুভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উদয়া তিথি অনুসারে, কার্তিক পূর্ণিমা ২০২৫ সালে ৫ নভেম্বর, বুধবার পালিত হবে।
  • এ দিন কয়েকটি রাশিতে তৈরি হবে অমৃতসিদ্ধি যোগ।
  • কোন কোন রাশিতে রয়েছে এই যোগ?
Advertisement