সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা শুভ পূর্ণিমাগুলির একটি। উদয়া তিথি অনুসারে, তিথিটি ২০২৫ সালে ৫ নভেম্বর, বুধবার পালিত হবে। এই দিনেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর নামক শক্তিশালী রাক্ষসকে বধ করেছিলেন। এই বিজয়ের আনন্দে দেবতারা স্বর্গ থেকে নেমে এসে প্রদীপ জ্বালিয়ে উৎসব করেন। তাই একে দেব দীপাবলি বলা হয়। আর এ দিন কয়েকটি রাশিতে তৈরি হবে অমৃতসিদ্ধি যোগ। এটি বিশেষ বার (সপ্তাহের দিন) এবং নক্ষত্রের (নক্ষত্রমণ্ডলী) সংযোগে গঠিত হয়। এই যোগে শুরু হওয়া যেকোনও কাজে সফলতা পাওয়া যায়। কোন কোন রাশিতে রয়েছে এই যোগ?
বৃষ রাশি: পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি বেশ লাভজনক। আর্থিক অবস্থা আরও মজবুত হবে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং মানসিক শান্তি লাভ করবেন।
কন্যা রাশি: আপনার স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। এই যোগের প্রভাবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে। সঞ্চয় বাড়বে। ব্যক্তিগত সম্পর্কের দিকে বিশেষ মনোযোগ দিন।
