সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে 'কর্মফলদাতা' বা ন্যায়ের দেবতা বলা হয়। বিশ্বাস করা হয়, শনি মানুষের ভালো-মন্দ কাজের ফল প্রদান করেন। শনিদেব একবার সন্তুষ্ট হলে, সেই জাতকের জীবনে আর কোনও সমস্যা থাকে না। গ্রহের গতিবিধি অনুসারে, ২০২৬ সাল শনির আশীর্বাদে কিছু রাশির জাতককে সম্পদ ও প্রাচুর্যে ভরিয়ে তুলতে চলেছে।
বৈদিক পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের প্রথম ভাগে কর্মের দেবতা শনি মীন রাশিতে উদয় হবেন। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের 'উদয়' মানে পূর্ণ শক্তিতে ফিরে আসা। মীন রাশিতে (যা দেবগুরু বৃহস্পতির রাশি) শনির এই উত্থান বিশেষ তিন রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে। এর প্রভাবে অর্থভাগ্য খুলে যাবে। কর্মজীবনে অগ্রগতি ঘটবে। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা দেখা দেবে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য শনির উত্থান অত্যন্ত শুভ। বিশেষ করে কর্মজীবন ও ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বেকার ব্যক্তিরা এই সময়কালে নতুন চাকরির সুযোগ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বৃদ্ধি পাবে।
