shono
Advertisement
Horoscope News

ফেব্রুয়ারিতেই বুধের ভেলকি, তিন রাশির পকেটে এবার কুবেরের ধন!

বুধের উদয়ে ভাগ্য খুলতে চলেছে কোন তিন রাশির?
Published By: Buddhadeb HalderPosted: 06:40 PM Jan 07, 2026Updated: 07:08 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই গ্রহের ফেরে বড়সড় রদবদল! বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বুধ গ্রহ বক্রী হওয়ার পাশাপাশি উদিত হবে। গ্রহের এই চলনে মানবজীবনে যেমন প্রভাব পড়বে, তেমনই ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে জ্যোতিষ গণনা বলছে, বুধের এই উদয়ে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির।

Advertisement

কারা রয়েছেন এই তালিকায়?
মেষ রাশি:
বুধের উদয় মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। এই সময় জীবনে অভাবনীয় উন্নতি আসার সম্ভাবনা। ধন-সম্পত্তি লাভের যোগ স্পষ্ট। বিশেষ করে যাঁরা শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগ করেন, তাঁদের বড় অঙ্কের লাভের মুখ দেখার সুযোগ রয়েছে। এমনকী সন্তানের দিক থেকেও শুভ সংবাদ মিলতে পারে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি উন্নতির বার্তাবহ। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। যাঁরা চাকরিজীবী, তাঁরা নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বিশেষ করে বিপণন (মার্কেটিং) এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি বিশেষ শুভ ফল নিয়ে আসবে।

কুম্ভ রাশি: বুধের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনও চুক্তিতে সাফল্যের যোগ রয়েছে। আর্থিক উন্নতির পাশাপাশি সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বুধের এই অবস্থান।

জ্যোতিষ মতে, আয়ের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি এই তিন রাশির জাতকরা শারীরিক ও মানসিক ভাবেও চনমনে থাকবেন। সব মিলিয়ে, ২০২৬-এর ফেব্রুয়ারিতে বুধের হাত ধরে ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হতে চলেছে অনেকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বুধ গ্রহ বক্রী হওয়ার পাশাপাশি উদিত হবে।
  • গ্রহের এই চলনে মানবজীবনে যেমন প্রভাব পড়বে, তেমনই ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের সম্ভাবনা।
  • বুধের এই উদয়ে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির।
Advertisement