সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই গ্রহের ফেরে বড়সড় রদবদল! বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বুধ গ্রহ বক্রী হওয়ার পাশাপাশি উদিত হবে। গ্রহের এই চলনে মানবজীবনে যেমন প্রভাব পড়বে, তেমনই ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে জ্যোতিষ গণনা বলছে, বুধের এই উদয়ে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির।
কারা রয়েছেন এই তালিকায়?
মেষ রাশি: বুধের উদয় মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। এই সময় জীবনে অভাবনীয় উন্নতি আসার সম্ভাবনা। ধন-সম্পত্তি লাভের যোগ স্পষ্ট। বিশেষ করে যাঁরা শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগ করেন, তাঁদের বড় অঙ্কের লাভের মুখ দেখার সুযোগ রয়েছে। এমনকী সন্তানের দিক থেকেও শুভ সংবাদ মিলতে পারে।
কুম্ভ রাশি: বুধের প্রভাবে কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনও চুক্তিতে সাফল্যের যোগ রয়েছে। আর্থিক উন্নতির পাশাপাশি সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বুধের এই অবস্থান।
জ্যোতিষ মতে, আয়ের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি এই তিন রাশির জাতকরা শারীরিক ও মানসিক ভাবেও চনমনে থাকবেন। সব মিলিয়ে, ২০২৬-এর ফেব্রুয়ারিতে বুধের হাত ধরে ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হতে চলেছে অনেকের।
