সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই তো নম্বরের খেলা। নম্বরেই লুকিয়ে জীবনের উত্থান-পতন, প্রেম-বিচ্ছেদ। কার সঙ্গে জুটি বাঁধলে জীবন এগোবে রকেটের গতিতে, তাও বলে দিতে পারে নম্বরই। এই নম্বর হল জন্ম সংখ্যা। কিন্তু জানেন কি, জন্মসংখ্যা অনুযায়ী মোবাইল বা ল্যাপটপের-ডেস্কটপের ওয়ালপেপারও ফেরাতে পারে ভাগ্য? চলুন আজ জেনে নেওয়া যাক সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন সংখ্যার জন্য আর্দশ কোন ওয়ালপেপার।
জন্মসংখ্যা ১: যে কোনও মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখে যাদের জন্ম, তাঁদের জন্মসংখ্যা ১। সংখ্যাতত্ত্ব অনুযায়ী সূর্যোদয়ের ছবি ওয়ালপেপারে রাখতে পারলে তা এদের জন্য অত্যন্ত শুভ।
জন্মসংখ্যা ২: যে কোনও মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে যাদের জন্ম, তাঁদের জন্মসংখ্যা ২। এই জন্মসংখ্যার জাতকরা যদি ওয়ালপেপারে শিবের ছবি রাখেন তাহলে ফিরবে ভাগ্য।
জন্মসংখ্যা ৩: আপনি ৩ জন্মসংখ্যার জাতক? অর্থাৎ মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্ম আপনার? তাহলে ওয়ালপেপারে রাখুন যে কোনও হলুদ রঙের ফুলের ছবি।
জন্মসংখ্যা ৪: ৪ জন্মসংখ্যার জাতক অর্থাৎ যাদের জন্ম মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখ তাঁদের জন্য আদর্শ ওয়ালপেপার ময়ূরের পালক। সংখ্যাতত্ত্বের বিচারে এই ওয়ালপেপার ভাগ্য ফেরাতে অব্যর্থ।
জন্মসংখ্যা ৫: যে কোনও মাসের ৫, ১৫ বা ২৩ তারিখে যাদের জন্ম, অর্থাৎ ৫ জন্মসংখ্যার জাতকদের উচিৎ ওয়ালপেপারে টিয়া পাখির ছবি রাখা।
জন্মসংখ্যা ৬: আপনি যদি ৬ জন্মসংখ্যার (জন্ম তারিখ ৬, ১৫, ২৪) জাতক হন তাহলে অবশ্যই ওয়ালপেপারে রাখুন শ্রী কৃষ্ণের ছবি। কৃষ্ণের কৃপায় আপনার জীবন আলোকিত হবেই।
জন্মসংখ্যা ৭: ৭ জন্মসংখ্যার জাতক, যাদের জন্ম ৭, ১৬ ও ২৫ তারিখ তাঁরা ওয়ালপেপারে রাখুন ওঁ চিহ্ন (ॐ)। ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য।
জন্মসংখ্যা ৮: আপনি যদি ৮ জন্মসংখ্যার (জন্ম তারিখ ৮, ১৭, ২৬) জাতক হন তাহলে অবশ্যই ওয়ালপেপারে রাখুন বিলাসবহুল গাড়ির ছবি। জীবনের যা বাধা-বিঘ্ন, তা কাটবেই।
জন্মসংখ্যা ৯: ৯ জন্মসংখ্যার (৯, ১৮, ২৭) জাতকরা ওয়ালপেপারে অবশ্যই রাখুন হনুমানজির ছবি। নেতিবাচক চিন্তাভাবনা দূর হবে। স্থিরতা আসবে। বিভিন্নক্ষেত্রে নতুন পথ খুলে যাবে।
[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
