আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি ও চন্দ্র, সিংহে কেতু, ধনুতে রবি, মঙ্গল, বুধ ও শুক্র, কুম্ভে রাহু, মীনে শনি। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
খুবই আনন্দময় সপ্তাহ। তবে আয়-ব্যয়ের সমতা রেখে চলা দরকার। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। নিকট আত্মীয়ের সহযোগিতায় নতুন ব্যবসা করার সুযোগ আসবে। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নববিবাহিতরা একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। বয়ঃসন্ধির কন্যাসন্তানের দিকে সজাগ দৃষ্টি রাখুন।
বৃষ
সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। পরিবারে সকলের জন্য কর্তব্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব্যবহার পাবেন না। সন্তানের পরীক্ষার সাফল্যের জন্য দুশ্চিন্তা থেকে মুক্তি। পরিবারে কোনও মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। ব্যবসায়ীরা অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবন সুখের হবে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে।
মিথুন
ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নিজের কাজের জায়গায় কখনও নিজের মতামত প্রকাশ করতে যাবেন না। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মধ্যভাগে পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ আসবে। কোনও বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। কাছের মানুষের কাছ থেকে আঘাত পেতে পারেন। ব্যবসায়ীদের পাওনা-টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। এই সময় ছোটখাটো বিনিয়োগ করলেও বড় ধরনের কোনও বিনিয়োগ করতে যাবেন না।
কর্কট
হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো কাজের বরাত মিলতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। অংশীদারী ব্যবসায় এখনই বড় বিনিয়োগ করতে যাবেন না। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি দেখা দিতে পারে। উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে।
সিংহ
বিকল্প কাজে সাফল্যের সম্ভাবনা। ব্যবসায় পর্যাপ্ত অর্থের সংস্থান হলেও এই সময় ব্যবসা সম্প্রসারণ না করাই শ্রেয়। কতিপয় বন্ধু আপনার বন্ধু মহলে আপনার সম্মানহানি করার চেষ্টা করবে। নব-বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। এই সময় দ্বিমুখী রোজগারের সম্ভাবনা লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন্য মনোযোগী হতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বন্ধুর উপকার করতে গিয়ে তাঁর পরিবারের কাছ থেকে অপমানিত হতে পারেন। সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও অভিনয় জগতের যুক্ত জাতক-জাতিকাদের তাদের নিজ নিজ কাজের সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন।
কন্যা
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিদেশে কর্মরত আত্মীয়ের সংবাদ না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। এই সময় রক্তচাপজনিত সমস্যায় পড়তে পারেন। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। কাজের জায়গায় সহকর্মীদের অসহযোগিতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কুনজরে পড়তে পারেন। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। শিক্ষার্থীদের পড়াশোনার চাপ থাকবে। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে চলবেন। পরিবারে কোনও আত্মীয়কে নিয়ে ঘোরতর অশান্তি বাধতে পারে।
তুলা
সপ্তাহের প্রথমদিকে খুব সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি জটিল হতে পারে। কৃষি-কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পারেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য পরিশ্রমী ও মনোযোগী হতে হবে। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। নিজের জেদের জন্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে।
বৃশ্চিক
এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সুনাম পাবেন না। বিলাস বাসনে অতিরিক্ত ব্যয়ের জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। সপ্তাহের মধ্যভাগে কোনও শুভ সংবাদ পেতে পারেন। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। স্বার্থান্বেষী লোকজনদের কাছ থেকে সতর্ক থাকুন। বাড়ির বয়স্কদের উপর বাড়তি নজর রাখুন। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়।
ধনু
সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিতভাবে কোনও ঘটনা আপনার জীবনে কোনও পরিবর্তন আনতে পারে। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্ম প্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রবল। কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। এই সময় তাদের নামী সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। নিজের মনের কথা সকল বন্ধুবান্ধবের কাছে প্রকাশ করবেন না। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন।
মকর
কর্মব্যস্ততায় সপ্তাহটি কাটবে। নতুন গৃহনির্মাণের ক্ষেত্রে সময়টি শুভ। তবে জমি-বাড়ি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। সরকারি কাজে কর্মরত ব্যক্তিদের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। বয়ঃসন্ধির সন্তানদের দিকে বাড়তি নজর রাখুন। নতুন ব্যবসা শুরু করার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। চাষি ভাইরা দুর্যোগের হাত থেকে ফসল রক্ষা করার জন্য শস্যবিমা করিয়ে নিতে পারেন। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে বদলির যোগ। ব্যক্তিগত সমস্যার থকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুর সাহায্য নিন।
কুম্ভ
সপ্তাহের আদ্যভাগে সরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও আর্থিক লাভ। মায়ের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজকর্মে লিপ্ত হোন। কর্মক্ষেত্রের সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষায় সন্তানের সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে ও সুনাম বৃদ্ধি পাবে। আপনার ব্যবহারে পারিবারিক সমস্যার সমাধান সম্ভব। অত্যধিক কাজের চাপের জন্য ক্লান্তিভাব বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজে উন্নতির জন্য ভালো কাজের বরাত মিলতে পারে।
মীন
খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আরেকটু অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে অন্যের নেতৃত্ব মেনে না নেওয়ার ফলে অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা। ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। অর্থের প্রাচুর্য থাকার জন্য বহুদিনের কোনও মনোবাসনা এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা। বন্ধুর সহায়তায় ব্যবসায় অভূতপূর্ব উন্নতি। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। স্বার্থান্বেষী লোকেদের থেকে সতর্ক থাকুন। পুরনো কোনও শত্রু গোপনে আপনার অনিষ্ট সাধন করতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll