সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ব্যক্তির পোশাক অনেকাংশে তাঁর মানসিকতা, রুচি প্রকাশ করে। সঠিক পোশাক নির্বাচন অনেক ক্ষেত্রে এগিয়েও রাখে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বেশ কয়েকটি রাশি জাতক-জাতিকারা সাজতে খুব পছন্দ করে। পোশাক তাদের পোশাক নির্বাচনও সবাইকে তাক লাগিয়ে দেয়।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা খুব সাহসী হয়ে থাকেন। এই চারিত্রিক বৈশিষ্ট্য তাঁদের পোশাক নির্বাচনেও ধরা পড়ে। এরা মূলত সাহসী পোশাক পরতে ভালোবাসেন। ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলে ধরতে পিছুপা হন না। শুধু পোশাক নয়, তার সঙ্গে তাল মিলিয়ে লুক সেট করে এরা।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা প্রাকৃতিকগত ভাবে আর্কষণীয় প্রকৃতির হয়ে থাকেন। এঁরা মনোমুগ্ধকর, আকর্ষণীয় পোশাক পরতে পছন্দ করেন।
তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র। স্বাভাবিকভাবেই এরা খুব স্টাইলিশ হয়ে থাকেন। এঁরা পোশাক খুব সাবধানে নির্বাচন করেন। শুধু পোশাক নয়, তার সঙ্গে জুতো ও প্রতিটি সাজসজ্জার প্রতিটি জিনিসের উপর জোর দেন।
ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকাদের কাছে পোশাক পরিধান স্বাধীনতার বিষয়। এরা পোশাকের মাধ্যমে মূলত নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন। অনেক সময় অদ্ভূত পোশাক পরেন।
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বপ্নপ্রিয় ও কল্পনাপ্রবণ। ফ্যাশনকে শিল্পের মতো দেখেন। পোশাকে সৃজনশীলতা ব্যাপকভাবে প্রকাশ পায়। সুন্দর পোশাক পরতে ভালোবাসেন এরা।
