shono
Advertisement
Horoscope

০৬ এপ্রিল- ১২ এপ্রিল Horoscope: সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে সিংহ রাশির, বাকিদের ভাগ্যে কী আছে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 10:50 AM Apr 06, 2025Updated: 10:50 AM Apr 06, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, কর্কটে চন্দ্র ও মঙ্গল, কন‌্যায় কেতু, মীনে বক্রী শুক্র, বক্রী বুধ, রাহু, শনি এবং রবি। ৭ এপ্রিল বুধ মার্গী হবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

Advertisement

মেষ

সপ্তাহের প্রথমার্ধে এই রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক অগ্রগতি লক্ষ করা যায়। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। এই সময় মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদরা এই সপ্তাহে সতর্ক থাকবেন। সন্তানের পড়াশোনা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এই রাশির জাতক-জাতিকারা নিজের স্বাস্থে‌্যর দিকে নজর দেবেন। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার কর্ম পরিবর্তনের চিন্তা করতে পারেন। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা। শুল্ক-সংক্রান্ত সমস্যার জন্য আইনজ্ঞের পরামর্শ নিন। প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদে যাবেন না। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন।

বৃষ

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব্যবসায় এই সময় উত্থান-পতন থাকলেও আগামিদিনে ভালো সময় আসছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা বিকল্প উর্পাজনের পরিকল্পনায় সফল হতে পারেন। নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌ করা যায়।

মিথুন

কর্মক্ষেত্রে বাধা-বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ করা যায়। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ্যই নেবেন। এই সময় বহুমুখী উপায়ে অর্থ রোজগার করতে পারবেন। মায়ের স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। সপ্তাহের শেষান্তে শ্বশুরকুল থেকে আর্থিক আনুকূল্য লাভের যোগ প্রবল। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না।


কর্কট

সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ বেশি থাকবে। এই সময় বদলির যোগ লক্ষ করা যায়। এই সময় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা না করাই শ্রেয়। বহুদিন ধরে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক সমস‌্যা দেখা দেওয়ার সম্ভাবনা। খেলাধুলায় কৃতিত্বের জন‌্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে। নিজের স্বাস্থে‌্যর দিকে বিশেষভাবে নজর দিন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধির যোগ আছে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পুজো পাঠে মন দিন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। প্রতিবেশীর সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।

সিংহ

এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে থাকতে হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে টানাপোড়েন থাকবে। সন্তানের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। স্ত্রীর কর্মক্ষেত্রে অশান্তি দেখা দেওয়ায় আপনার মানসিক অস্থিরতা বাড়বে। আমদানি-রপ্তানি ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। অসৎ বন্ধুর সান্নিধ‌্য ত‌্যাগ করা উচিত। এরা আপনাকে বিপথে চালিত করতে পারে। বিদু‌্যৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে। গাড়ি চালানোর সময় অত‌্যন্ত সাবধান হওয়া দরকার। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কন্যা

সপ্তাহের প্রথমদিকে আর্থিক চাপ থাকবে। আয় ভালো হবে, ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। স্ত্রীর স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যপারে অগ্রসর হতে পারেন। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন‌্য পরিবারে অশান্তি। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানতা অবলম্বন করুন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিনে‌্যর জন‌্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়।

তুলা

সপ্তাহের প্রারম্ভে ভবিষ‌্যতের জন‌্য অর্থ সঞ্চয়ে মন দিন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব‌্যক্তির সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ব‌্যবসায় আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে অারও এগিয়ে নিয়ে যাবে। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে কখনওই অবহেলা করবেন না। পরিবারে মিথ‌্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের আশাভঙ্গ না করাই শ্রেয়। এই সময় বহু ব‌্যয়ের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। কর্মপ্রার্থীরা নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। গাড়ি চালানোর সময় অত‌্যন্ত সাবধান হওয়া দরকার। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য স্বাস্থ‌্য নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে পারেন। নিজের অসাবধানতায় মূল‌্যবান সামগ্রী চুরি বা হারিয়ে যেতে পারে।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। ভাই-বোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব‌্যবহারে মানসিক ক্লেশ। ব‌্যবসায় কোনও কর্মচারীর জন‌্য লোকসান বাড়তে পারে। আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। বন্ধুর সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমের ব‌্যাপারে জটিলতা বাড়তে পারে। আগুন ও বিদু‌্যৎ থেকে সাবধানে থাকুন। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন‌্য উদ্বেগ বৃদ্ধি। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। বয়স্করা সৎকর্মে অর্থব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। সংসারে সুখ-শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন‌্যায় আবদার মেনে নেবেন না।

ধনু

সপ্তাহের অাদ‌্যভাগে শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। আপনার ব‌্যক্তিগত জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। এই সময় পুরনো মামলার রায় আপনার অনুকূলে আসতে পারে। সন্তানদের লেখাপড়ার জন‌্য অতিরিক্ত চাপ দেবেন না। অংশীদারী ব‌্যবসায় নিজের হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করুন। এই সময়ে সঞ্চয়ে মন দেওয়া উচিত। কর্মপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর সঙ্গে পাস করে সরকারি সংস্থায় কাজের সুযোগ মিলতে পারে। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি আয়ত্তে আনতে সমর্থ হবেন।

মকর

কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। অতিরিক্ত উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। আবেগের বশে তাড়াহুড়ো করে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। গুরুজনদের স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের বরাত বাড়তে পারে। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও অার্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিনে‌্য যাবেন না। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধান থাকুন। শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ।

 

কুম্ভ

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগে‌্যর সহায়তা পাবেন। ব‌্যবসায়ীরা খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তারা পড়াশোনায় বাধা কাটিয়ে উঠতে পারবে। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। এই সময় সঞ্চিত অর্থ খরচ হতে পারে। এই সপ্তাহে কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। এই সময় জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।


মীন

সপ্তাহটি ভালো-মন্দের ভিতর দিয়ে কাটবে। নিজের উদাসীনতার জন‌্য ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। আপনার ভালোমানুষির সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন‌্য আধ‌্যাত্মিক জীবনে প্রবেশ করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। শারীরিক সমস‌্যার জন‌্য ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। ব‌্যবসায়ীদের ব‌্যবসা ভালো চললেও সঞ্চয়ের ভাগ‌্য খুব একটা ভালো নয়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই সপ্তাহে ভাগে‌্যর সহায়তা পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা।
  • সপ্তাহটি ভালো-মন্দের ভিতর দিয়ে কাটবে মীন রাশির জাতক জাতিকাদের।
  • সপ্তাহের প্রথমদিকে আর্থিক চাপ থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের।
Advertisement