সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্রের বিচারে ২৮ নভেম্বর, ২০২৫ একটি বিশেষ দিন। এ দিন শনিদেব তাঁর বক্রী (উল্টো) গতিপথ ছেড়ে মার্গী (সোজা) পথে হাঁটা শুরু করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ শনিকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা বলা হয়। ২৮ নভেম্বর, ২০২৫ তারিখে শনিদেব মীন রাশিতে থেকেই মার্গী হবেন এবং ২০২৬ সালের ২৭ জুলাই পর্যন্ত সোজা পথে চলবেন।
সাধারণত, শনির মার্গী হওয়াকে শুভ বলে মনে করা হয়। কারণ এই সময় জীবনের দীর্ঘদিনের জট বা বাধা বিপত্তি কাটতে শুরু করে। স্থবির হয়ে থাকা কাজে গতি আসে। শনির এই গতি পরিবর্তনের ফলে সমস্ত রাশির ওপরই প্রভাব পড়বে, তবে কিছু রাশির জন্য এটি বিশেষ ভাবে শুভ ও ফলদায়ক হবে।
বৃষ রাশি: সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতি। সামাজিক প্রতিপত্তি বাড়বে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। নতুন বন্ধু বা প্রভাবশালী মহলের সঙ্গে সান্নিধ্য বাড়বে।
বৃশ্চিক রাশি: আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি ও সাফল্যের প্রবল যোগ রয়েছে। সন্তানের সাফল্যে গৃহে আনন্দ বাড়বে।
কুম্ভ রাশি: মনের উপর থেকে চাপ কমবে। কর্মক্ষেত্রে বড় সুযোগ মিলতে পারে। পারিবারিক এবং দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। ব্যবসায় লাভের মুখ দেখা যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া ফিরে পাবেন।
